জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত অর্নাস ৪র্থ বর্ষ ও টেকনিক্যাল শিক্ষার্থীদের স্থগিত সব পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মাসখানিক পর স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
- আগামী ২০২১ শিক্ষাবর্ষে মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দুই মাস পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
- ডিসেম্বরের মধ্যেই ২০২০ সালের এইচএসসির ফল প্রকাশ করা হবে।
- প্রথম থেকে নবম পর্যন্ত সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে ভর্তি করানো হবে।
- প্রতিবছরের মতো এবারও পহেলা জানুয়ারিতেই বই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এ বছর সমাবেশ করে বই বিতরণ করা হবে না। কোন পদ্ধতিতে বই দেওয়া হবে তার নির্দেশনা স্কুলগুলোকে দিয়ে দেওয়া হবে।
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত অর্নাস ৪র্থ বর্ষ ও টেকনিক্যাল শিক্ষার্থীদের মাসখানিক পর স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
People also search:
national university bangladesh degree result, national university bangladesh bd, national university bangladesh 2019, national university bangladesh logo, national university bangladesh tmis, national university bangladesh login, national university bangladesh address, national university bangladesh notice, national university bangladesh result, national university bangladesh routine, national university bangladesh website, national university bangladesh syllabus, national university bangladesh admission, national university bangladesh result 2017, national university bangladesh result 2018, national university notice 2019, national university notice board, national university notice board 2019, national university notice of bangladesh.