প্রাথমিকের নিয়োগ পরীক্ষা মাস তিনেকের মধ্যে। প্রাথমিক শিক্ষক পরীক্ষা কোন পদ্ধতিতে হবে? কোন অংশে কত নম্বর? পরীক্ষা কী উপজেলা ভিত্তিক হবে?
শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেখুনঃ dpe.teletalk.com.bd
-
সারাদেশে ২৫ হাজার ৬৩০ জন প্রাক-প্রাথমিক শিক্ষক এবং ৬ হাজার ৯৪৭ শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
-
সিদ্ধান্ত অনুযায়ী আগের সব কোটা বাতিল করা হয়েছে। কোটাগুলো হলো-
-
মুক্তিযোদ্ধা,
-
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী,
-
আনসার-ভিডিপি,
-
প্রতিবন্ধী ও
-
জেলা কোটা।
- এখন সহকারী শিক্ষকদের যোগদানকালেই ১৩তম গ্রেড দেয়ার সিদ্ধান্ত হওয়ায় কোটা বাতিল করা হয়েছে।
- তবে নির্ধারিত ৬০ শতাংশ নারী, ২০ শতাংশ পুরুষ এবং ২০ শতাংশ পোষ্য কোটা বহাল থাকছে।
- এগুলোর মধ্যে আবার প্রতিটিতে ২০ শতাংশ করে বিজ্ঞান বিষয়ের শিক্ষক নিয়োগের কোটা অনুসরণ করা হবে।
People also search:
dpe.teletalk.com.bd – Primary Circular 2020, primary teacher circular 2020, primary circular 2020, primary teacher job circular 2020, primary job circular 2020, dpe.teletalk.com.bd result 2019, dpe.teletalk.com.bd admit card 2018, dpe.teletalk.com.bd admit card 2019,
খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!