প্রাথমিকের নিয়োগ পরীক্ষা মাস তিনেকের মধ্যে। প্রাথমিক শিক্ষক পরীক্ষা কোন পদ্ধতিতে হবে? কোন অংশে কত নম্বর? পরীক্ষা কী উপজেলা ভিত্তিক হবে?
শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেখুনঃ dpe.teletalk.com.bd
-
সারাদেশে ২৫ হাজার ৬৩০ জন প্রাক-প্রাথমিক শিক্ষক এবং ৬ হাজার ৯৪৭ শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
-
সিদ্ধান্ত অনুযায়ী আগের সব কোটা বাতিল করা হয়েছে। কোটাগুলো হলো-
-
মুক্তিযোদ্ধা,
-
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী,
-
আনসার-ভিডিপি,
-
প্রতিবন্ধী ও
-
জেলা কোটা।
- এখন সহকারী শিক্ষকদের যোগদানকালেই ১৩তম গ্রেড দেয়ার সিদ্ধান্ত হওয়ায় কোটা বাতিল করা হয়েছে।
- তবে নির্ধারিত ৬০ শতাংশ নারী, ২০ শতাংশ পুরুষ এবং ২০ শতাংশ পোষ্য কোটা বহাল থাকছে।
- এগুলোর মধ্যে আবার প্রতিটিতে ২০ শতাংশ করে বিজ্ঞান বিষয়ের শিক্ষক নিয়োগের কোটা অনুসরণ করা হবে।
People also search:
dpe.teletalk.com.bd – Primary Circular 2020, primary teacher circular 2020, primary circular 2020, primary teacher job circular 2020, primary job circular 2020, dpe.teletalk.com.bd result 2019, dpe.teletalk.com.bd admit card 2018, dpe.teletalk.com.bd admit card 2019,