DNC Physical Examination Method – dnc.teletalk.com.bd

Physical Examination Procedure for the post of “Assistant Prosecutor” of the Department of Narcotics Control (DNC)

 

এক নজরে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর (DNC)-এর “সহকারী প্রসিকিউটর” পদের শারীরিক পরীক্ষা পদ্ধতি।

  • 1. বিজ্ঞপ্তি অনুযায়ী আপনি ১৬৮ সেমি (ছেলে) এবং ১৫৭ সেমি (মেয়ে)/বেশি আছেন কি না। পরিমাপ অনুযায়ী থাকলে টিকে যাবেন।
  • 2. বুকের মাপ উভয় ক্ষেত্রে ৭৮-৮২ সেমি বা বেশি আছে কি না দেখবে।
    3. ওজন অনুযায়ী বিএমআই সঠিকতা দেখবে।
  • 4. তারা যেহেতু মাদক/মাদকসেবী সম্পর্কে অভিজ্ঞ তাই আপনি এর মধ্যে থাকলে উতরানো মুশকিল।
  • 5. কোন দৌড়/লং জাম্প/ক্লাইমবিং থাকবে না হয়তো।
  • 6. চোখে চশমা সমস্যা নেই।
  • 7. সর্বোপরি আপনি ফিট কি না সেটা দেখবে।
  • 8. এটা শেষ হলেই ৭-১০ দিনের মধ্যে লিখিত পরীক্ষা শুরু হবে।

 

সৌজন্যেঃ মোঃ নাসির উদ্দিন।

কর্মকর্তা,

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, ঢাকা।

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

error: Content is protected !! Admin