DNC Physical Examination Method – dnc.teletalk.com.bd

Physical Examination Procedure for the post of “Assistant Prosecutor” of the Department of Narcotics Control (DNC)

 

এক নজরে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর (DNC)-এর “সহকারী প্রসিকিউটর” পদের শারীরিক পরীক্ষা পদ্ধতি।

  • 1. বিজ্ঞপ্তি অনুযায়ী আপনি ১৬৮ সেমি (ছেলে) এবং ১৫৭ সেমি (মেয়ে)/বেশি আছেন কি না। পরিমাপ অনুযায়ী থাকলে টিকে যাবেন।
  • 2. বুকের মাপ উভয় ক্ষেত্রে ৭৮-৮২ সেমি বা বেশি আছে কি না দেখবে।
    3. ওজন অনুযায়ী বিএমআই সঠিকতা দেখবে।
  • 4. তারা যেহেতু মাদক/মাদকসেবী সম্পর্কে অভিজ্ঞ তাই আপনি এর মধ্যে থাকলে উতরানো মুশকিল।
  • 5. কোন দৌড়/লং জাম্প/ক্লাইমবিং থাকবে না হয়তো।
  • 6. চোখে চশমা সমস্যা নেই।
  • 7. সর্বোপরি আপনি ফিট কি না সেটা দেখবে।
  • 8. এটা শেষ হলেই ৭-১০ দিনের মধ্যে লিখিত পরীক্ষা শুরু হবে।

 

সৌজন্যেঃ মোঃ নাসির উদ্দিন।

কর্মকর্তা,

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, ঢাকা।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (bsti) এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস …