যে ভাবে নিবেন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি খুব দ্রুতই প্রকাশ করবে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। এতে ৪০ হাজার শিক্ষক নিয়োগের কথা প্রকাশ করছে জাতীয় দৈনিক। যারা আগ্রহী প্রাথমিক শিক্ষক হবার জন্য তাদের অনুরোধে এই লেখা।
তিনধাপে প্রস্তুতি সম্পন্ন করতে হবেঃ
প্রথম ধাপঃ বিগত সাল
প্রস্তুতির শুরুতেই বিগত ১০ সালের প্রাইমারি পরীক্ষার প্রশ্নপত্র পড়ে ফেলতে হবে,তারপর বিসিএস প্রিলি বিগত সালের প্রশ্ন ব্যাংক পড়ে শেষ করতে হবে,এখান থেকেই আপনি ৩০% কমন পেয়ে যাবেন+ প্রশ্নের প্যার্টান বুঝতে পারবেন।
দ্বিতীয় ধাপঃ বিষয়ভিত্তিক প্রস্তুতি
গনিতঃ
গনিত আর ইংরেজির উপরই নির্ভর করছে আপনার চাকরি,তাই গনিত একটি ভাল মানের বই কিনে সিলেবাস ধরে ধরে অনুশীলন করতে হবে। প্রাইমারিতে জটিল কোন ম্যাথ দিবেনা বিগত প্রাইমারি, বিসিএস এ আসা প্যার্টান ফলো করে ছোট ছোট ম্যাথ গুলো করুন।
ইংরেজীঃ
ভাল মানের একটা বই কিনে সিলেবাস বুঝে বিগত সালের প্যার্টান ফলো করে পড়তে থাকুন, Grammer বেশি বেশি rules নিয়া চিন্তা না করে প্রতি চ্যাপ্টারের বিগত সালেরগুলো বেশি করে অনুশীলন করুন।মুখস্ত পার্টে গুরুত্ব দিন।
বাংলাঃ
ব্যাকরন অংশে বেশি জোড় দিন,নবম – দশম শ্রেনীর ব্যাকরন বইটি দেখতে ভুলবেন না,সাথে অগ্রদূত বাংলা। সাহিত্য অংশ ২-১ মার্কস আসে তাই মোটামুটি ধারনা থাকবে।
সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান,কম্পিউটারঃ
বাংলাদেশ অংশ থেকে বেশি প্রশ্ন আসে।তাই এ অংশে বেশি গুরুত্ব থাকবে। এ অংশে ভাল করতে বিগত সালের প্যার্টান ফলো করে একটা ডাইজেস্ট থেকে পড়ে ফেলুন এবং বিসিএস বিগত সালের প্রশ্ন ঝালাপালা করে ফেলুন,
আবারও বলছি, এক – দুমাস সময় নিয়ে বিগত Primary ১০ সাল , Bcs বিগত সাল,পারলে নিবন্ধনের কোশ্চেন এই তিনটা পাঠ প্রথমে Solve করে ফেলুন মানে টোটস্ত করে ফেলুন।
চতুর্থ ধাপঃ বিষয়ভিত্তিক প্রস্তুতি
যে কোন বই থেকে ১০ সেট মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে নিতে হবে,যদি ৬০ এর উপরে নম্বর আসেে তাহলে মোটামুটি প্রস্তুতি বলা যাবে।
প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি সাজেশন ও গাইডলাইন-
লিখিত (MCQ) : ৮০
ভাইবাঃ২০
মানবন্টনঃ
১.বাংলা—————–২০
২.ইংলিশ—————-২০
৩.গণিত——————২০
৪.সাধারন জ্ঞান +দৈনন্দিন বিজ্ঞান +কম্পিউটার=২০
বাংলা (২০)
★ ব্যাকরন-১৬
★বাংলা সাহিত্য–৪
১.বর্ন ও ধ্বনি,দ্বিরুক্ত শব্দ————২
২.সন্ধি———————১
৩. বাক্য শুদ্ধি ও বানান—৩
৪.সমাস——————–২
৫.প্রকৃতি ও প্রত্যয়——-১
৬শব্দ———————১
৭.বিপরীত শব্দ———-১
৮.সমার্থক শব্দ ————-১
৯.এককথায় প্রকাশ——১
১০.বাগধারা————–১
১১.পদ প্রকরন———–২
১২.কারক ও বিভক্তি——২
১৩. বাক্য প্রকরন———-১
১৪.উপসর্গ, অনুসর্গ——–১
১৫.কাল,যতিচিহ্ন———-১
১৬অধুনিক যুগ,রবি,নজরুল-১
১৭.পত্রিকার সম্পাদক,ছদ্মনাম,উপাধি—১
১৮.মুক্তিযুদ্ধ গ্রন্থ,উপন্যাস—১
ইংরেজি (২০)
1. Grammer –13/14
2. Vocabulary( মুখস্ত part)–6/7
3. Literature—1
4. Parts Of Speech—-2
5. Tense/Right form of verb—1
6. Fill in the blank with appropriate / preposition—3
7. Verb,Gerund, Participle-1
8. Number,Gender—-2
9. Voice——————1
10. Narration————–2
11. Sentence Correction–2
মুখস্ত part
1. Spelling——————-1
2. Synonym+antonym–2
3. dioms & Phrase——-2
4. One Word Substitution–1
5. Proverbs/ Translation–1
6. Literature——————1
গনিত (২০)
★পাটিগনিত-১২/১৩ মার্কস
★বীজগনিত-৫/৬ মার্কস
★জ্যামিতি-৪/৫ মার্কস
পাটিগনিত
১.সংখ্যা,মোলিক সংখ্যা—২
২.দশমিক ভগ্নাংশের অংক—-১
৩.শতকরা——————–১
৪.ল.সা.গু,গ.সা.গু———–১
৫ঐকিকনিয়ম—————-১
৬অনুপাত:সমানুপাত———১
৭.ধারা বা অনুক্রম————১
৮.বয়স, গড়ের অংক———-২
৯.লাভ-ক্ষতি——————–১
১০ সুদ-কষা——————–১
বীজগনিত
১১মান নির্ণয়,উৎপাদক——-২
১১.সরল সমীকরন————১
১২.সূচক ও লগারিদম———১
জ্যামিতি
১৩.রেখাও কোন—————১
১৪.ত্রিভুজ———————২
১৫.চতুর্ভুজ,বৃত্তের ধারনা বেসিক সূত্রের অংক সমূহ—–১
১৬.পরিমিতি——————২
সাধারন জ্ঞান,কম্পিউটার
দৈনন্দিন বিজ্ঞান(২০)
★বাংলাদেশ————১০
★অান্তর্জাতিক———৫
★বিজ্ঞান ——————-৪
★কম্পিউটার ————-২
বাংলাদেশ
১. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান,আয়তন,সীমানা—-১
২.জনসংখ্যা,উপজাতি——-১
৩.বাংলাদেশের ঐতিহ্য, স্থাপনা,নির্দশন—————১
৪.প্রাচীন বাংলার ইতিহাস,ইংরেজ,ব্রিটিশ শাসন—-৩
৫.ভাষাআন্দোলন,মুক্তিযুদ্ধ—৩
৬.সংবিধান ও প্রশাসনিক কাঠামো——২
৭.খেলাধুলা,অর্জন,পুরস্কার—-১
৮.অন্যান্য- বাংলাদেশের,জনপদ,নদ-নদী
প্রাকৃতিক সম্পদ,অর্থনীতি বিখ্যাত স্থান,জাতীয় দিবস।
অন্তর্জাতিক
১.মহাদেশ পরিচিতি—১
২.ভৌগোলিক উপনাম,সীমারেখা, প্রনালী,দ্বীপ,সাগর,মহাসাগর–১
৩. চুক্তি, সন্মেলন————–১
৪.সংগঠন,সংস্থা,দেশ মুদ্রা, রাজধানী,জাতিসংঘের অঙ্গসংগঠন—————-১
৫.পুরস্কার,খোলাধুলা ইত্যাদি–১
বিজ্ঞান(৩)
থেকে দু’তিনটি কমন প্রশ্ন আসবে বিগত সাল+ বিসিএস বিগত সাল
কম্পিউটার(১)
থেকে একটি বা দু’টি প্রশ্ন থাকবে বিসিএস বিগত সাল পড়লেই হবে।
Parts of speech
“”হয়ে উঠ নিজেই নিজের শক্তি””
লক্ষ্য করঃ
কি কি পড়বে তার চেয়ে গুরুত্বপূর্ণ কি কি বাদ দিয়ে পড়বে। কম পড়বে কিন্তু সিলেবাস বুঝে গুছিয়ে পড়বে,তাহলে চাকরির পড়া সহজ হয়ে যাবে। কোচিং না করেও বিসিএস ক্যাডার হওয়া যায় যদি অংক ইংরেজীতে দক্ষ হও।
Also Tag:
primary job of the legislative branch, primary job bd, primary job news, primary job role, primary job duty, primary job exam, primary job title, primary job change, primary job result, primary job skills, primary job meaning, primary job sector, primary job of dna, primary job of emt, primary job of trna, primary job examples, primary job exam 2019 result, primary job exam question, primary job exam model test, primary job exam result 28 june 2019, primary job exam model test with answer, govt primary school list, govt primary school job circular, govt primary school teacher exam, govt primary school teacher exam admit card,