National University Provisional and Original Certificate

What is the original certificate and provisional certificate of the national university?

Sample of Provisional Certificate and Original Certificate  of Degree / Honors / Masters of National University:

Provisional (সাময়িক) Certificate:


১) সাধারণত সকল শিক্ষার্থীকে কলেজ থেকে সাময়িক সনদ প্রদান করা হয়।
২) শুধুমাত্র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর থাকে।

Original (মূল সনদ) Certificate:

১) ২০০০ সালের পূর্বে যে সকল শিক্ষার্থী পাস করেছে আবেদনের মাধ্যমে সাময়িক সনদ জমা দিয়ে মূল সনদ উঠাতে পারে।

২) ২০০০ সালের পরের শিক্ষার্থীরা বিশেষ প্রয়োজনে সরকারি-বেসরকারি চাকুরীতে/বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণে অফার লেটার, ভিসা, পাসপোর্ট অথবা চাকুরীর জন্য মূল সনদের কথা উল্লেখ থাকলে সেই চিঠির সত্যতা যাচাই পূর্বক সাময়িক সনদ জমা দিয়ে মূল সনদ উঠাতে পারে।

৩) মূল সার্টিফিকেট এ ভাইস-চ্যান্সেলর
(ভি.সি) এবং প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক এর স্বাক্ষর থাকে।

উত্তোলনের জন্য নির্ধারিত ডকুমেট:

মূূল সনদ তোলার নির্ধারিত ফি ৫০০ টাকা এবং  ভাট ৪৬ মোট ৫৪৬ টাকা।

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাহিদা মোতাবেক ডকুমেন্টস সাবমিট করলে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে জানাবে কবে কখন কোন শাখায় গেলে আপনি মূল সনদ তুলতে পারবেন।

১) নির্ধারিত ফরম পূরণ করে কলেজ অধ্যক্ষের স্বাক্ষর।
২) রেজিস্ট্রেশন কার্ড এর ফটোকপি
৩) প্রবেশপত্র (সকল বছর) এর ফটোকপি
৪) মার্কশীট এর ফটোকপি
৫) সাময়িক সনদ এর মূল কপি
৬) পার্সপোর্টের ফটোকপি
৭) কেন মূল সনদ প্রয়োজন তার নির্ধারিত ডকুমেন্ট এর ফটোকপি

৮) ২০০০ সাল পর্যন্ত কোন সুপারিশ ছাড়া অনলাইনে আবেদন করলেই দিয়ে দিবে।

৯) ২০০১ সাল থেকে বর্তমান পর্যন্ত সকল কাগজপত্র নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক স্যারের নিকট থেকে স্বাক্ষর নিয়ে, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ম্যামের স্বাক্ষর নিতে হবে এবং ওয়ান স্টপ সার্ভিস থেকে ৫৪৬/- টাকার স্লিপ নিয়ে সোনালী ব্যাংকে জমা দিয়ে সব কাগজপত্র জমা দিতে হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

NU Results 2022 - Honours Consolidated Result

NU Result 2024 – Honours 4th year cgpa result 2024

NU result 2022 – honors 4th-year CGPA result 2022 published. Nu honors final year result …