primary panel will not be appointed – www.mopme.gov.bd

প্রাথমিকে প্যানেলে শিক্ষক নিয়োগের কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন।

রবিবার ( ৬ সেপ্টেম্বর) তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা যখন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলাম সেখানে প্যানেলে নিয়োগের বিষয়টি ছিল না। যে কারণে প্যানেলে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা কোনওভাবে সম্ভব না।

সিনিয়র সচিব বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা আরও শিক্ষক নিয়োগের জন্য কাজ শুরু করেছি। খুব দ্রুতই এটা বিজ্ঞাপন আকারে জারি হবে। কী পরিমাণ শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে প্রশ্নে তিনি বলেন, আমাদের প্রি-প্রাইমারির ২৬ হাজার শিক্ষক নিয়োগের অনুমোদন আছে।
এছাড়া জুন থেকে এখন পর্যন্ত যে শূন্যপদ হয়েছে সেগুলো ধরে আমরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেবো।

বাংলাট্রিবিউনে ৬ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদের লিংকঃ

 ✔ বাংলা ট্রিবিউনে প্যানেল নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি

প্যানেলে নিয়োগ দেওয়া হবে না : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

অর্থাৎ প্রাইমারিতে নতুন করে সার্কুলার হবে সহকারী শিক্ষক নিয়োগের জন্য।

যারা প্যানেলের আশায় ছিলেন তারা নোটিশটি ভালো করে পড়বেন প্লিজ।

গত ২৫ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে।  

 

প্যানেল/অপেক্ষামান তালিকা হতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে নিয়োগ প্রদান না করা সংক্রান্ত “বিজ্ঞপ্তি” (২৭৭) : 

শিক্ষক পদে নিয়োগ প্রদান না করা সংক্রান্ত “বিজ্ঞপ্তি.pdf

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

error: Content is protected !! Admin