ঝালকাঠী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্মারক নং-স্বাসেবি/প্রশা-১/এডি/১সি-০১/২০১২ -১০০ তারিখঃ ১৪/০১/২০১৪ইং মোতাবেক ঝালকাঠী জেলার সিভিল সার্জন অফিস এবং অধীনস্থ দপ্তর সমূহে স্থায়ী রাজস্ব খাতের গ্রেডভিত্তিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা/২০১৮ অনুযায়ী জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাদি সাপেক্ষে অনলাইনে (Online) এ দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ঝালকাঠী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

 

আগ্রহী প্রার্থীরা http://csjhalakathi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক Online আবেদন করতে পারবেন। সরাসরি/ডাকযোগে কোন আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ ও কোটা নির্ধারনের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি বিধান প্রতিপালিত হবে। প্রার্থীগন স্ব স্ব জেলার সিভিল সার্জন বরাবর আবেদন করবেন। আবেদনকারীর বয়স ৩১/০৩/২০১৪ খ্রিঃ তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বৎসর হতে হবে।তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর। বয়স প্রমানের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণ যোগ্যনয়।এসএসসি সনদ/জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে।

Online – এ আবেদন ফর্ম পুরন ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০১/০৪/২০১৪ইং সকাল ১০ টা হইতে। Online এ আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় ২৮/04/2024 ইং তারিখ বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online – এ আবেদন submit – এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। Online আবেদনপত্রে প্রার্থী তার রঙীন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel ) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০kb মধ্যে হতে হবে।

Online এ আবেদনপত্রে পূরনকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু (Online) এ আবেদনপত্র submit করার পূর্বেই পূরনকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পুনঃপূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী Online – এ পুরনকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান Online – এ আবেদনপত্র (Application Form ) যথাযথ ভাবে পূরন করে নির্দেশমতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে।

নির্ভুলভাবে আবেদনপত্রsubmit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant’s copy – তে একটি User ID নাম্বার দেয়া থাকবে এবং User ID নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্তপদ্ধতিতে যেকোন Teletalk Pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ১ নং থেকে ৫নং ক্রমিকের পদের জন্য ২০০/- টাকা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- টাকা মোট ২২৩/- টাকা এবং৬ নং পদের জন্য ১০০/- টাকা Teletalkএর সার্ভিস চার্জ বাবদ ১২/-টাকা মোট ১১২/-টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষ করে উল্লেখ্য, Online – আবেদন পত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://csjhalakathi.teletalk.com.bd এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে(শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনায় তাৎক্ষণিকভাবে অনুসরন করা বাহুনিয়।

About Jahidul Islam

jahidul Islam palash BBA complete Comilla victory college.

Check Also

কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার নিয়োগ পরীক্ষা - ৭৯৮ পদের পরীক্ষা ১১ নভেম্বর ২০২২

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

৯০০ পদে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (BEES) NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের …