জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে অনলাইনে ক্লাস হবে, আর কলেজ খুললে সরাসরি পরীক্ষা হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এ সম্পর্কে কোন নোটিশ প্রকাশ করেনি। অনলাইনে প্রকাশিত তথ্য এখানে দেখুনঃ করোনার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাশ নয় পরীক্ষা চলবে
সকল অথেনটিক তথ্য পেতে সবসময় ভিজিট করুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.nu.ac.bd এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে তথ্যসেবা হটলাইন নাম্বার 09614016429।
জাতীয় বিশ্ববিদ্যালয় বলা এই নির্দেশনার বিশ্লেষণঃ
“বেঁচে থাকা যেখানে প্রশ্নবিদ্ধ, পড়ালেখা সেখানে বিলাসিতা ” গ্রুপে এমনটাও অনেকে বলেন + পড়ালেখা নিয়ে আপাতত কারো মাথাব্যথা নাই।তবুও নির্দেশনা গুলো জানিয়ে দিচ্ছি।
ধরে নেন কলেজ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবেঃ- [যদি তার আগে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে এগিয়ে আসবে আর স্বাভাবিক হতে বিলম্ব হলে পিছিয়ে যাবে।]
অক্টোবর-নভেম্বরের মাঝামাঝিতেই এ কয়টার ফয়সালা হয়ে যাবে।
অনার্স ৪র্থ বর্ষের পেন্ডিং ৪টা পরীক্ষা।
অনার্স ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষা।
মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা।
ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা।
আগেই বলে রাখি,পরীক্ষায় কোন ছুটি নাও থাকতে পারে আর যদিও থাকে তবে সর্বোচ্চ ২-৩ দিন।
অক্টোবর মাসেই ডিগ্রি ১ম ও অনার্স ২য় বর্ষের ফলাফল প্রকাশ হতে পারে।
এটা ছিল ঝুলে থাকা সেশনের কার্যক্রম যা খুব দ্রুত পার করবে।
অক্টোবর মাসেই ১৯-২০ অনার্স ১ম বর্ষের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করে শর্ট সময়ে ফরমপূরণের নোটিশ দিয়ে দিবে। ফরমপূরণ শেষ হবে পরীক্ষা।
ততক্ষণে ঝুলে থাকা পরীক্ষা শেষ হয়ে যাবে এবং ১ম বর্ষের রুটিন হয়ে যাবে। পরীক্ষা হতে পারে ডিসেম্বরে বা তারপরে।
এর মাঝেই ৩য় বর্ষের ফলাফল দিয়ে ২য় (১৮-১৯)বর্ষের ফরমপূরণের নোটিশ দিয়ে দিবে।
চলমান ৩য় ও ৪র্থ বর্ষে যেমন করলো যে একটা শেষ করেই আরেকটা শুরু তেমনি ২য় বর্ষের সাথে করবে।
২০২১ সালের জানুয়ারি – ফেব্রুয়ারীর মধ্যে ২য় বর্ষে পরীক্ষা শুরু করে মার্চে বিদায়।
২য় বর্ষের যখন রুটিন হয়ে যাবে ৩য়(১৭-১৮) বর্ষের তখন ফরমপূরণ চলবে।
২য় বর্ষের পরীক্ষা চলাকালীন ৩য় বর্ষের ফরমপূরণ ও রুটিন প্রকাশ করা হবে। যেমনটা আগেই বলেছিলাম পরীক্ষায় বন্ধ থাকবে না।
২০২১ সালের মার্চের শেষ থেকে এপ্রিল পর্যন্ত রোজা রেখে ৩য় বর্ষকে পরীক্ষা দিতে হতে পারে।
৩য় বর্ষের রুটিন হয়ে গেলে ৪র্থ বর্ষের ফরমপূরণ চলবে। ইদের পর মে মাসে (১৬-১৭) ৪র্থ বর্ষ ফাইনাল পরীক্ষায় বসতে পারে।
এর ফাঁকে থাকবে ডিগ্রি!
অক্টোবরে ফরমপূরণের নোটিশ পাবে এবং অনার্স ১ম বর্ষের সাথে পরীক্ষা দিবে।
আর যদি পরিস্থিতি জুন বা জুলাই এর মধ্যে স্বাভাবিক হয় যদিও সম্ভাবনা দেখি না তাহলে সময়গুলা এগিয়ে আসবে।
কারন চলমান মে মাসে ১৯-২০ ১ম বর্ষের রুটিন হয়ে যেত আর জুনে তারা পরীক্ষা দিত।
জাতীয় বিশ্ববিদ্যালয় সিরিয়াল ব্রেক করেনা এটা সিফাত সহ সকলের জানা। স্টেপ বাই স্টেপ তারা কার্যক্রম শেষ করে।
যেহেতু ৩য়-৪র্থ পরীক্ষা শেষ করতে পারে নাই সুতরাং আগে ঝুলানো গুলা বিদায় তারপর আবার ১ম বর্ষ থেকে শুরু।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস না নিয়ে সরাসরি পরীক্ষার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা মূলত অনার্স ১ম,২য় এবং অংশিক ৩য় বর্ষের জন্য।
তখন আন্দোলন করেও পরীক্ষা পিছানো উপায় রাখবে না।
নিজ অভিজ্ঞতায় অনুমান করে লিখে দিলাম
এমনটা হবে বা হবে না তা নয়। তবে এটার ছিটে ফোঁটা থাকবে ইনশাআল্লাহ।
লেখাঃ পথের অংক [Shifat Abrar]