Youth Department Result 2020

যুব উন্নয়ন অধিদপ্তর এর ক্রেডিট সুপারভাইজার এবং সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটরের MCQ পরীক্ষার ফলাফলে উত্তীর্ণঃ ২১১৪+১৪ জন

How to check my dyd Result:

simply result published on pdf file. So now download the file click the link.

DYD MCQ Result Download Link.pdf

 

 

 

 

 

Youth Department question solution 2019

আজ অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার/সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের ইংরেজি অংশ ===================================== ২১। What is the adjective of word ‘Heart’? ক) Heartening খ) Heartily গ) Hurtful ঘ) Hearten ২২। Which one is correct spelling? ক) Supercede খ) Superseede গ)Superceed ঘ) Supersede ২৩। Plural form of ‘Deer’- ক) Deer খ) Deers গ) Deeres ঘ) Deerers ২৪। To keep one’s head means – ক) To save oneself খ) To be self-respectful গ) To keep calm ঘ) None ২৫। Fill up the gap: Honesty is indispensable -Success. ক) about খ) at গ) for ঘ) of ২৬। ‘Mother laughs’ বাক্যে ‘laughs’ কিসের উদাহরণ? ক) Intransitive Verb খ) Auxiliary Verb গ) Transitive Verb ঘ) Causative Verb ২৭। Choose the appropriate meaning of the idiom “Swan Song” ক) Middle Work খ) First Work গ) Last Work ঘ) Early Work ২৮। Antonym of the word ‘demise’ ক) Integrity খ) Irrigation গ) Birth ঘ) Excess ২৯। Fill up the gap: He died — an accident. ক) at খ) of গ) over ঘ) by ৩০। ‘Bottom line’ means – ক) Final Step খ) The essential point গ) last line ঘ) end of a road ৩১। Who is called the ‘Poet of Beauty’ in English literature? ক) P.B. Shelley খ) Lord Byron গ) John Keats ঘ) W. Wordsworth ৩২। In which year Sir Winston Churchill got the Nobel Prize in literature ক) 1943 খ) 1948 গ) 1945 ঘ) 1953 ৩৩। Maiden Speech means – ক) First Speech খ) Early Speech গ) Final Speech ঘ) Late Speech ৩৪। ‘A Tale of Two Cities’ is a novel by – ক) Dickens খ) Thackeray গ) Scott ঘ) Fielding ৩৫। The word ‘dilly dally’ means – ক) dilute খ) wait গ) waste time ঘ) repeat ৩৬। Fill up the gap: I went to the market with a view to ____ a book. ক) boughts খ) buy গ) buying ঘ) being bought ৩৭। What is the meaning of viva voce? ক) Interview খ) Face to face গ) Written ঘ) Orally ৩৮। The synonym for ‘Efface’- ক) Improve খ) Rub out গ) Exhaust ঘ) Cut out ৩৯। Choose the correct spelling. ক) Hetrogenous খ) Hetrogeneous গ) Heterogenous ঘ) Heterogeneous ৪০। Who wrote ‘Gullivers Travels’? ক) RL Stevenson খ) Daniel Defoe গ) Jonathan Swift ঘ) D.H. Lawrence সমাধান এর কাজ চলছে। নির্ভুল উত্তর আপনার জানা থাকলে কমেন্ট করুন। যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার/সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের বাংলা অংশের সমাধান =======>>>========== ১। বিভক্তিহীন নাম শব্দকে কী বলে? ক) নাম পদ খ) মৌলিক শব্দ গ) কৃদন্ত শব্দ ঘ) প্রাতিপাদিক ✓ ২। কোন বানানটি শুদ্ধ? ক) পিপিলিকা খ) পিপীলিকা ✓ গ) পীপিলিকা ঘ) পিপিলীকা ৩। ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ কোন ভাষা থেকে এসেছে? ক) আরবি ✓ খ) হিন্দি গ) ফারসি ঘ) উর্দু ৪। জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত – ক) সমাজ খ) পানি গ) মিছিল ঘ) নদী ✓ ৫। ‘দ্যুলােক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) দুঃ+লােক খ) দিব+লােক ✓ গ) দ্বি+লোক ঘ) দ্বিঃ+লোক ৬। ‘জুগুপ্সা’ শব্দটি কোন বাক্যের সংকুচিত রূপ? ক) যুদ্ধ করার ইচ্ছা খ) যােগ করার ইচ্ছা গ) গোপন করার ইচ্ছা ✓ ঘ) প্রকাশ করার ইচ্ছা ৭। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়- ক) বেতসবৃত্তি খ) পতঙ্গবৃত্তি গ) জলৌকাবৃত্তি ঘ) কুম্ভিলকবৃত্তি ✓ ৮। ইতর শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ক) উত্তম খ) বিশ্রী গ) ভদ্র ✓ ঘ) বিযুক্ত ৯। শব্দের পূর্বে বসে কোনটি? ক) বিভক্তি খ) প্রত্যয় গ) উপসর্গ ✓ ঘ) অনুসর্গ ১০। এ সাবানে কাপড় কাচা চলবে না – এখানে ‘সাবানে’ কোন কারকে কোন বিভক্তি? ক) কতায় প্রথমা খ) করণে প্রথমা গ) কর্মে সপ্তমী ঘ) করণে সপ্তমী ✓ ১১। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে- ক) মহাকাব্যে খ) সনেটে ✓ গ) নাটকে ঘ) পত্ৰকাব্যে ১২। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ? ক) মার্চেন্ট অব ডেনিস খ) এ মিডসামার নাইটস ড্রিম গ) কমেডি অব এররস ✓ ঘ) ম্যাকবেথ ১৩। ‘রক্তকরবী’ নাটকটির লেখক কে? ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ) কাজী নজরুল ইসলাম গ) রবীন্দ্রনাথ ঠাকুর ✓ ঘ) আলাওল ১৪। ‘সংস্কৃতির সংকট’ প্রবন্ধটির রচয়িতা কে? ক) মোতাহার হোসেন খ) বদরুদ্দিন ওমর ✓ গ) বুদ্ধদেব বসু ঘ) গােলাম মােস্তফা ১৫। ‘শেষ রাত্রির তারা’ উপন্যাসটির রচয়িতা কে? ক) আবু জাফর শামসুদ্দিন ✓ খ) আলাউদ্দিন আজাদ গ) মানিক বন্দোপাধ্যায় ঘ) ডি.এল. রায় ১৬। ‘একাত্তরের বর্ণমালা” কার লেখা? ক) জাহানারা ইমাম খ) রাবেয়া খাতুন গ) শওকত ওসমান ঘ) এম আর আখতার মুকুল ✓ ১৭। ‘সীমান্তের চিঠি’ কার লেখা? ক) ইব্রাহিম খলিল ✓ খ) সানাউল হক গ) নীলিমা ইব্রাহিম ঘ) সতীনাথ ভাদুড়ী ১৮। ‘আমার পূর্ববাংলা’ কবিতার রচয়িতা কে? ক) জীবনানন্দ দাস খ) সৈয়দ আলী আহসান ✓ গ) শামসুর রাহমান ঘ) রফিক আজাদ ১৯। ‘তালাশ’ উপন্যাসের রচয়িতা কে? ক) সেলিনা হােসেন খ) আনোয়ার পাশা গ) শাহীন আখতার ✓ ঘ) রশীদ করিম ২০। ‘বাংলাদেশ স্বপ্ন দেখে’ গ্রন্থটির লেখক কে? ক) সুফিয়া কামাল খ) নির্মলেন্দু গুণ গ) সৈয়দ শামসুল হক ঘ) শামসুর রাহমান ✓ সমাধানেঃ – প্রকৌশলী মোঃ বায়েজিদ মোস্তফা আজ অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার/সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের গণিত অংশের সমাধান ===================================== ৪১। ১৪৩ টাকাকে ২:৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? ক) ৪২ খ) ৩৯ ✓ গ) ২০ ঘ) ৪১ ৪২। ৩৬ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় করলে ২০ টি কলার বিক্রয়মূল্য কত ক) ৭০ টাকা খ) ৮২ টাকা গ) ৭২ টাকা ✓ ঘ) ৫২ টাকা ৪৩) পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর। ২ বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর হলে পিতার বর্তমান বয়স কত বছর? ক) ৪০ ✓ খ) ৩৬ গ) ৩০ ঘ) ৪৩ ৪৪। কোন আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হলে আসল কত টাকা? ক) ৪৫০ খ) ৪৫৫ গ) ৩০০ ঘ) ৪০০ ✓ ৪৫। লঞ্চ ও স্রোতের গাতবেগ যথাক্রমে ঘন্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৩০ কি.মি. গিয়ে আবার ফিরে আসতে কত ঘন্টা লাগবে? ক) ৩ খ) ৪.৫ ✓ গ) ৪ ঘ) ৫ ৪৬। যদি x + 6y = 24 এবং x = -2y তবে y = ? ক) 6 ✓ খ) 4 গ) 3 ঘ) 8 ৪৭। a + b = 11 এবং a – b = 7 হলে ab = ? ক) 16 খ) 14 গ) 13 ঘ) 18 ✓ ৪৮। (√3. √5}⁴ এর মান কত? ক) 255 খ) 259 গ) 225 ✓ ঘ) 25 ৪৯। x – 1/x = 1 হলে x³ – 1/x³ এর মান কত? ক) 5 খ) 2 গ) 1 ঘ) 4 ✓ ৫০। ০.২ x ০.২ x ০.২= কত? ক) ০.৪ খ) ০.০০৮ ✓ গ) ০.০৮ ঘ) ০.৬ ৫১। সুষম পঞ্চভূজের বহিস্থ কোণের পরিমাণ কত? ক) ৭২° ✓ খ) ৩০° গ) ৪০° ঘ) ৬০° ৫২। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ ৮ মি. এবং পরিসীমা ২৪ মি. হয় তবে এর প্রস্থ কত? ক) ৩ মি. খ) ২ মি. গ) ৬ মি. ঘ) ৪ মি. ✓ ৫৩। সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপর কোণটি কত? ক) ৪০° ✓ খ) ৪৫° গ) ৫০° ঘ) ৩০° ৫৪। দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছােট কোণকে কী বলে? ক) স্কুল কোণ খ) প্রবৃদ্ধ কোণ ✓ গ) বিপ্রতীপ কোণ ঘ) সম্পূরক কোণ ৫৫। ১৩ সেমি ব্যাসার্ধবিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা এর উপর অংকিত লম্বের দৈর্ঘ্য কত সেমি। ক) ৪ সেমি খ) ৮ সেমি গ) ৫ সেমি ✓ ঘ) ৭ সেমি সমাধানে – প্রকৌশলী মোঃ বায়েজিদ মোস্তফা আজ অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার/সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সাধারণ জ্ঞান অংশের সমাধান ===================================== ৫৬। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব-সেক্টরে ভাগ করা হয়? ক) ৬০টি খ) ১১টি গ) ৬৪টি ✓ ঘ) ৫৫টি ৫৭। শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হন কোন সালে? ক) ১৯৬৯ সালে ✓ খ) ১৯৭০ সালে গ) ১৯৬৬ সালে ঘ) ১৯৭১ সালে ৫৮। ‘কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়? ক) লন্ডন খ) নিউইয়র্ক ✓ গ) ক্যালিফোর্নিয়া ঘ) ওয়াশিংটন ৫৯। জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট? ক) ILO খ) WB গ) IMF ঘ) FAO ✓ ৬০। সংবিধান অনুযায়ী বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? ক) ৩৫ বছর খ) ১৮ বছর গ) ২৫ বছর ✓ ঘ) ৩০ বছর ৬১। মুজিবনগর সরকার কোন তারিখে শপথ নেয়? ক) ১৭ এপ্রিল, ১৯৭১ ✓ খ) ২৬ মার্চ, ১৯৭১ গ) ১০ এপ্রিল, ১৯৭১ ঘ) ৭ মার্চ, ১৯৭১ ৬২। বাংলাদেশ ক্রিকেট কত সালে টেস্ট মর্যাদা লাভ করে? ক) ২০০০ সালে ✓ খ) ২০০২ সালে গ) ২০০১ সালে ঘ) ২০০৩ সালে ৬৩। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়- ক) ১৭০০ সালে খ) ১৭৬৫ সালে গ) ১৭৬৪ সালে ঘ) ১৭৯৩ সালে ✓ ৬৪। হৃদপিন্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হয়- ক) সিস্টোল খ) ডায়াস্টোল ✓ গ) হাইপারটেনশন ঘ) কোনটি নয় ৬৫। বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরটির নাম কি? ক) ট্রপােমন্ডল খ) আয়নমন্ডল গ) স্ট্রাটোমন্ডল ✓ ঘ) আয়নােস্ফিয়ার ৬৬। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? ক) পুন্ড খ) গৌড় গ) রাঢ় ঘ) মৌর্য ✓ ৬৭। জাতীয় সংসদের অধিবেশন ডাকেন – ক) স্পিকার খ) রাষ্টপতি ✓ গ) প্রধানমন্ত্রী ঘ) চীফ হুইপ ৬৮। শ্রীলংকা ও ভারতের মধ্যে কোন প্রণালী? ক) বেরিং প্রণালী খ) পক প্রণালী ✓ গ) জিব্রাল্টার প্রণালী ঘ) মালাক্কা প্রণালী ৬৯। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) কত সালে গঠিত হয়? ক) ১৯১৯ সালে ✓ খ) ১৯২০ সালে গ) ১৯২১ সালে ঘ) ১৯২২ সালে ৭০। কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? ক) RAM খ) ROM গ) CPU ✓ ঘ) Software সমাধানেঃ- প্রকৌশলী মোঃ বায়েজিদ মোস্তফা

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৪

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২। অফিস সহকারী কাম কম্পিউটার পদের প্রশ্ন সমাধান। …