বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চাকরির পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩য় শ্রেণীর পরীক্ষার সময়সূচী।
পরীক্ষা শুরুর তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০১৯।
পদের নামঃ থানা/উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক।
পরীক্ষা পদ্ধতিঃ লিখিত।
লিখিত পরীক্ষার পূর্ণমানঃ ৭০
ভাইভাঃ ৩০
রিটেন পরীক্ষার বিস্তারিতঃ
বাংলাঃ ২০
১.এক কথায় প্রকাশ-৫
২.সন্ধি বিচ্ছেদ-৫
৩. বাগধারা-৫
৪.অনুচ্ছেদ লিখন-৫
ইংরেজিঃ ২০
1.Preposition & Article-5
2.Phrases & Idioms-5
3.Translation -5
4.Paragraph -5
গণিতঃ ১৫
১.লাভ-ক্ষতি-৫
২.ঐকিক নিয়ম-৫
৩.মান নির্নয়-৫
সংক্ষিপ্ত প্রশ্নঃ ১৫
১.পূর্ণরূপ-৫ (ইংরেজি)
২.ছোট প্রশ্ন-১০ (জাতীয়, আন্তর্জাতিক, খেলাধুলা) দেশের মুদ্রা,রাজধানীর নাম,সর্বশেষ খেলাধুলা,সাম্প্রতিক ইত্যাদি।
০৩.০৪.২০১৫ তারিখে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণের আলোকে এই তথ্যটি শেয়ার করা হলো।