বিকেল ৪টার পরে প্রথমে মোবাইলে
এস.এম.এস এর মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতি নিচে দেওয়া হলোঃNU<space>ATHN<space>12345
এরপর পাঠাতে হবে 16222 এই নম্বরে।
অনলাইনে দেখতেঃ
মাইগ্রেশন এর ক্ষেত্রেঃ
১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয়ের ফরম প্রিন্ট করে সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার তারিখঃ ১৮/১০/২০১৭ থেকে ২৩/১০/২০১৭
কোন শিক্ষার্থীর মাইগ্রেশন করে বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে৷ তবে কোন শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে ৷
বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে নতুন করে কোন ফি প্রদান করতে হবে না।
বিষয় পরিবর্তনের ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না৷
২য় মেধাতালিকায় সুযোগ প্রাপ্তদের ক্ষেত্রেঃ
২য় মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ করার তারিখঃ ১৮/১০/২০১৭ থেকে ২৩/১০/২০১৭
২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে ভর্তি ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ১৮/১০/২০১৭ থেকে ২৪/১০/২০১৭
ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ
অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট (অবশ্যই A4 অফসেট সাদা কাগজেকালার প্রিন্ট করতে হবে)।
প্রাথমিক আবেদনের প্রবেশপত্র – ২সেট।
পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
এসএসসি ও এইচএসসি এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্রের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
টাকা জমার রশিদ।
চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।
উল্লেখ্য, সকল কাগজপত্র ২ কপি করে ২সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে।
ভর্তি ফিঃ ভর্তি ফি কলেজ ভেদে ভিন্ন হয়ে থাকে তাই যার যার কলেজের নোটিশ বোর্ড থেকে জেনে নেওয়াই ভালো। সাধারণত সরকারী কলেজ হলে ৪-৫ হাজার আর বেসরকারী কলেজে হলে প্রায় ১০ হাজার টাকা হয…
Thanks for a marvelous posting! I actually enjoyed reading it, you might
be a great author. I will be sure to bookmark your blog and will eventually come back later in life.
I want to encourage you to continue your great
posts, have a nice morning!
Excellent post. I was checking constantly this
blog and I’m impressed! Extremely useful info specifically the closing section 🙂 I handle such information a lot.
I was seeking this certain info for a long time.
Thanks and good luck.
These are truly great ideas in about blogging. You
have touched some fastidious things here. Any way keep up wrinting.
Excellent post. I was checking constantly this weblog and I’m impressed!
Extremely useful info particularly the remaining
part 🙂 I maintain such information a lot. I was looking for this certain information for a very long time.
Thanks and best of luck.