২০১৮ সালের অনার্স ২য় বর্ষের বোর্ড চ্যালেন্জের ফলাফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গত ২৯ অক্টোবর ২০১৯ জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
ফলাফল দেখার লিংকঃ www.nu.ac.bd/results
উপরের লিংকে প্রবেশ করে rescrutiny তে ক্লিক করে, রেজিষ্ট্রেশন নাম্বার দিন এবং পাশের সন ২০১৮ দিয়ে ফলাফল দেখুন।
২০১৯ সালের ১ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৮ সালের অনার্স তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশ করেছে।
যারা মনে করছেন যে তাদের লেখার মান অনুযায়ী ফলাফল অর্জন হয়নি। তারা জাতীয় বিশ্ববিদ্যালের নিয়ম অনুযায়ী খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারেন।
আবেদন শুরুঃ ০৫/০৮/১৯ দুপুর ২.০০ টা
আবেদন শেষঃ ২৫/০৮/১৯ দুপুর ২.০০ টা।
বিষয় প্রতি Rescrutiny Fee: ৮০০ টাকা + ভ্যাট প্রায় ৪৭ টাকা।
আবেদনের নিয়মঃ
এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের নিদির্ষ্ট লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার এবং সাবজেক্ট কোড বা সাবজেক্ট নাম দেখে সাবমিট করে পে স্লিপ ডাউনলোড করতে হবে। এরপর সেটি প্রিন্ট করে সোনালী ব্যাংকের সেবায় জমা দিতে হবে। সোনালী ব্যাংক সেটা গ্রহণ করলে একটি মেসেজ আসবে। মেসেজ না আসে সে ক্ষেত্রে কোন সমস্যা নেই।
আবেদন লিংকঃ www.nubd.info
ফলাফল দিতে কত সময় লাগে?
এই ফলাফল দিতে জাতীয় বিশ্ববিদ্যালয় তিন বা চার মাস লেগে যায়। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো ছোটখাটো প্রতিষ্ঠান নয়।
ফলে দেখা যায় যে পরের ইয়ারের ফরম ফিলাপের ডেট চলে আসে, এমন কি ফরম ফিলাপ শেষ হয়ে যায় তাও ফলাফল প্রকাশ হয় না, আবার পরীক্ষার মাঝেও ফলাফল প্রকাশ করতে দেখা যায়।
ফলাফল দেখব কি করে?
ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.nu.ac.bd প্রকাশ করে পিডিএফ আকারে। আপনি আপনার রোল সার্চ করে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আপনার ফোনে ম্যাসেজ যেতে পারে। যদি পরিবর্তন না হয় তাহলে নো চেন্জ লেখা থাকবে আর যদি পরিবর্তন হয় তাহলে চেঞ্জ লেখা থাকবে।
বি.দ্র. আগের যে ফলাফল থাকবে তা থেকে হ্রাস পাবে না।