NSI Job Exam (Preliminary and Written) Preparation Guideline

NSI Job Exam (Preliminary and Written) Preparation Guideline

I appeared in Preli and Written exam of AD post (In the Very last circular). In the light of that experience I am sharing something.

NSI
Apply Link:

nsi.teletalk.com.bd

Application_Process:

কোন পোস্টে আবেদন করবেন ?

Assistant Director হলো ফার্স্ট ক্লাস জব (Grade-09), অন্যদিকে Field Officer হলো সেকেন্ড ক্লাস জব (Grade-10) . এখন কোনটাতে আবেদন করলে ভাল হবে আপনার জন্য, সেটা চিন্তা করে এপ্লাই করে ফেলুন ।

.

যোগ্যতা

AD এবং Field Officer এ যে কোন বিষয়ে অনার্স করেই আবেদন করা যাবে । নো মোর কনফিউশন !

.

কয় পোস্টে আবেদন করা যাবে ?

যেকোন এক পোস্টে আবেদন করা উচিত। কারণ এডি এবং ফিল্ড অফিসারের পরীক্ষা গতবার একই সময়ে হয়েছিল । সো
.

পরীক্ষা কয় মাস পরে হবে ?

গতবার বেশি সময় লাগে নি । এবারো বেশি সময় লাগবে না মনে হয় । ১/১.৫ মাসের মধ্যেই হয়ে যাবে আশা করি ।

.

NSI_Exam_Preparation

প্রিলির জন্য আলাদাভাবে কোন সিলেবাস নেই, PSC Non-cadre প্রিলির সিলেবাস ফলো করলেই হবে। সেক্ষেত্রে Job Solution ই সেরা বিকল্প।

প্রিলির মানবন্টনঃ

মোট – ১০০ নম্বর

১) বাংলা = ১০ নম্বর
২) ইংরেজি = ১০ নম্বর
৩) অংক = ১৫ নম্বর
৪) বাংলাদেশ বিষয়াবলী = ২০ নম্বর
৫) আন্তর্জাতিক বিষয়াবলী = ১৫ নম্বর
৬) দৈনন্দিন বিজ্ঞান = ১০ নম্বর
৭) কম্পিউটার ও তথ্য প্রযুক্তি = ১০ নম্বর
৮) বুদ্ধিমত্তা যাচাই অভীক্ষা (মানসিক দক্ষতা) = ১০ নম্বর

লিখিত

২০১৭ সালে প্রিলি রেজাল্টের ১ সপ্তাহ পরে লিখিত পরীক্ষা হয়েছিল।

গনিতঃ বিসিএস টাইপ ম্যাথ থাকে।
সংক্ষিপ্ত ও টিকাঃ গোয়েন্দা সংস্থা, সংগঠন, বিভিন্ন দেশের সমসাময়িক ঘটনা।
NSI রিলেটেড নিয়ে একটি বিশদ লেখা।

সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকে।

প্রবলেম সলভ থাকে Analytical Type.

English Short Question

.

লিখিত পরীক্ষার প্রশ্নের ধরণঃ
সহকারী পরিচালক (AD) – জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (লিখিত প্রশ্ন ২০১৫)
১। ম্যাথ ২ টা = ১৬ নম্বর
২। বাংলা গল্প = ১০ নম্বর (আংশিক দেওয়া ছিল সেটা শেষ করা)
৩। টীকা (বাংলা ও ইংলিশ) = ১০ নম্বর
৪। গোয়েন্দা সংস্থার নাম = ১০ নম্বর
৫। মাননীয় প্রধানমন্ত্রীর নেদারল্যান্ড সফর নিয়ে চুক্তি (ইংলিশ) = ৬ নম্বর
৬। জঙ্গিবাদ দমনে সরকারের সফলতা ও কি কি পদক্ষেপ নেওয়া উচিত (বাংলাদেশ) = ১০ নম্বর
৭। রোহিঙ্গ সমস্যা = ১০ নম্বর
৮। সুচির প্রেসিডেন্ট না হওয়ার কারন (ইংলিশ) = ৪ নম্বর
৯। মিয়ানমারের নির্বাচন = ৪ নম্বর
১০। সাইবার ক্রাইম (ইংলিশ) = ১০ নম্বর
১১। ভিআইপির নিরাপত্তা নিশ্চিত করতে এন এস আই-এর পরিচালকের ভূমিকা = ১০ নম্বর

Courtesy goes to-
Sazzadul_Anwar_Hamim
Senior Officer,Agrani Bank.

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

গাজীপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার স্মারক নং-৪৫.০০.০০০০.১৪০.১১.০০৩.২৩-৪৭,তারিখঃ-০৯.০১.২০২৪ ইং মোতাবেক স্বাস্থ্য …