প্রিলিমিনারী টু মাস্টার্স ভর্তি আবেদন যেভাবে করবেন….
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://app1.nu.edu.bd/ এ গিয়ে MASTERS Yab সিলেক্ট করবেন, সেখান হতে APPLY NOW (Masters preli) অপশনে গিয়ে আপনার নাম ও রেজিষ্টেশন নম্বর সহ উক্ত পেজে চাহিত সকল তথ্য দিয়ে আবেদন ফরম পুরন করবেন।
•আবেদন করতে যা যা লাগবে…
১) ডিগ্রি রেজিষ্ট্রেশন নম্বর।
২) পাসপোর্ট সাইজের ১ কপি ছবি।
৩)অঙ্গীকারনামা।
৪)ভোটার আইডি কার্ডের নম্বর বা জন্ম তারিখ।
৫)মোবাইল নম্বর।
•কলেজে জমা দিতে যা যা লাগবে।
১)আবেদনের প্রিন্ট কপি।
২)অঙ্গীকারনামা।
৩)মার্কসিট এর ফটোকপি।
৪)রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি।
৫) আর ৩০০ টাকা।
•কেবল মাত্র একটি কলেজেই আবেদন করা যাবে।
•আবেদন করার সময় জেলা ও কলেজ সিলেক্ট এর পর আবেদন কারী তার জন্য উপযোগী বিষয় ও আসন দেখতে পাবে, এবং সেখান হতেই বিষয়ক্রম নির্বাচন করতে হবে।
•ডিগ্রি পাস কোর্সে ৪৫%নাম্বার (পুরাতন সিলেবাস), Cgpa ২.২৫ (নতুন সিলেবাস) না থাকলে আবেদন করা যাবেনা।
•২০১৩ হতে ২০১৭ সাল পর্যন্ত ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ সবাই আবেদন করতে পারবেন।
•যে বিষয়ে আবেদন করবেন তা নুন্যতম ৪০০ নম্বরের পঠিত হতে হবে।
•আবেদনকারী তার আবেদন পত্রটি প্রিন্ট করে তার সাথে ডিগ্রি পরীক্ষার নম্বরপত্র, রেজিষ্টেশন কর্ডের সত্যায়িত কপি, দ্বৈত ভর্তি সম্পর্কিত অংগীকার পত্রের সত্যায়িত কপি, ও আবেদন ফি বাবদ ৩০০ টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। আবেদন পত্রের ২য় অংশ কলেজ সিল সহ ফেরত দিবে।
•আবেদন নিশ্চয়ন হলে আবেদনকারীর মোবাইলে এসএমএস আসবে, না আসলে বুঝতে হবে কলেজ আবেদন গ্রহণ করেনি, যার আবেদন গ্রহণ হবেনা তিনি মেধা তালিকায় আসবেন না।
•মেধা তালিকায় স্থান না পাওয়া ব্যক্তিরা পরবর্তী তে রিলিজ স্লিপে ৩টি কলেজে আবেদন করতে পারবেন।
•আবেদন চলবে ১০ জুলাই পর্যন্ত, কলেজে জমা দিতে হবে ১১ জুলাই এর মধ্যে যার অফিশিয়াল নোটিশএখানে পাবেন।
•যে কলেজে আবেদন করবেন তার নোটিশ বোর্ডে চোখ রাখবেন অবশ্যই।
আর প্রশ্ন থাকলে কমেন্ট করুন….