একাদশ শ্রেণির প্রথম মেরিট এর ফলাফল দেখতে এখানে রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড ও ক্যাপচা দিয়ে সাবমিট দিলেই ফলাফল দেখাবে এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।
১।নির্বাচিত শিক্ষার্থীদের ১৮/০৬/২০১৯ তারিখের মধ্যে মোবাইল ব্যাংকিং
চার্জ বাদে রেজিষ্ট্রেশন ফি ১৯৫/= টাকা (সার্ভিস চার্জ ব্যতীত) জমা দিয়ে।
ভর্তি নিশ্চয়নের নিয়ম দেখুন
২।যদি কোন শিক্ষার্থী ১৮/০৬/২০১৯ এর মধ্যে রেজিষ্ট্রেশন না করে তাহলে
তার আবেদন বাতিল হয়ে যাবে। তাকে পুনরায় আবেদন করতে হবে।
৩।রেজিষ্ট্রেশন করার পর স্বয়ংক্রিয় মাইগ্রেশন বা কলেজ পরিবর্তন হবে
(সবসময় উপরের পছন্দের কলেজ মাইগ্রেশন হয়।)
৪।কলেজ পরিবর্তন হলে শিক্ষার্থীকে অবশ্যই সে কলেজে ভর্তি হতে হবে।
৫। যদি কোন শিক্ষার্থী তার নির্বাচিত কলেজে ভর্তি হতে ইচ্ছুক না হয়
তাহলে তার রেজিষ্ট্রেশন করার দরকার নেই। আগামী ১৯/০৬/১৯ থেকে ২০/০৬/১৯ নতুন করে আবেদন করতে পারবে।
৬।শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ২৭/০৬/২০১৯ হতে ৩০/০৬/২০১৯।