Primary exam suggestions 2019

স্বপ্ন যাদের প্রাথমিকের শিক্ষক হওয়া:
অনেক সিডিউল বিপর্যয়ের পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভূক্ত সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০১৮।

প্রাইমারীর রাজস্বখাতভূক্ত “সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮” এর ৪ ধাপের লিখিত পরীক্ষার চতুর্থ ধাপ ২৮ জুন ২০১৯

যেভাবে নিতে পারেন সর্বশেষ ও চূড়ান্ত প্রস্তুতি।
কেমন হবে প্রশ্ন পদ্ধতি:

প্রাথমিকের প্রশ্ন পদ্ধতি হবে মূলত বেসিক নির্ভর। বিশেষ করে বাংলা ও ইংরেজি ব্যাকরণ এবং গণিতের ঐকিক নিয়মের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়।
কোন বিষয় গুলো বেশি পড়বেন:

সময় স্বল্পতার কারণে প্রথমত দুই রকম প্রস্তুতি নিতে পারেন।

১. বিসিএস প্রিলিমিনারির ২০ তম হতে ৪০ তম ,
পিএসসির অধীনে নেওয়া পরীক্ষার ২০১৬ হতে ২০১৯ এর এপ্রিল পর্যন্ত,

এবং প্রাথমিক নিয়োগ পরীক্ষার বিগত ২০১৪ হতে ২০১৮ পর্যন্ত সকল প্রশ্ন গুলো ঠোঁটস্থ করে ফেলুন।
সাথে বাংলা ব্যাকরণ ও ইংরেজি গ্রামারের বেসিক বিষয় গুলো গুরুত্ব সহকারে পড়ুন।

প্রতিদিন গড়ে কমপক্ষে দুই/তিন ঘণ্টা ষষ্ঠ শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যন্ত গণিত চর্চা করুন।

এছাড়াও আরোও ভালো নম্বর পেতে চাইলে এভাবে পড়তে পারেনঃ
১: বিসিএস ১০ম হতে ৪০ তম, পিএসসি ২০১২ হতে বর্তমান পর্যন্ত এবং প্রাথমিকের ২০১০ হতে পরবর্তী সবগুলো প্রশ্ন খুব ভালো করে পড়ুন।

যাদের ৪০ তম বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি ভালো ছিল তাঁরা বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের উপর বেশি গুরুত্ব দিন।

কত নম্বর পেলে ভাইভাতে ডাক পাওয়া যায়: কত নম্বর পেলে আপনি ভাইভাতে ডাক পাবেন এটা নির্ভর করবে আপনার উপজেলায় কে কত নম্বর পেয়েছে তার উপর। যেহেতু প্রতিযোগিতা হবে আপনার উপজেলা ভিত্তিক সুতরাং নিজ উপজেলায় যারা বেশি নম্বর পাবে তারাই ভাইভাতে ডাক পাবেন। সাধারণত ৭০+ পেলে যে কেউ প্রত্যাশা করতে পারে।

পরীক্ষা গ্রহণকারী: এবারে পরীক্ষার দ্বায়িত্ব নিয়েছে বুয়েট কর্তৃপক্ষ এবং পরীক্ষা হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সুতরাং নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ হবে আশা করা যায়।

কোটা বিভাজন কেমন হয়: অনেকে মনে করেন প্রাথমিকে কোটা ছাড়া চাকরি হয় না এই কথার কোন ভিত্তি নেই। বিশেষ করে ছেলেদের জন্য কোটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। কোটার সহজ সমীকরণ হলো ছেলে ৪০ ভাগ এবং মেয়ে ৬০ ভাগ।

মানবন্টন: বাংলা ২০, ইংরেজি ২০, গণিত ২০ এবং সাধারণ জ্ঞান ২০ । মোট ৮০ এবং ভাইভা ২০ সহ মোট ১০০ মার্কের পরীক্ষা হবে।
সময়ঃ এক ঘন্টা।

আপনি যদি এডমিট না তুলে থাকেন এখান থেকে এডমিট ডাউনলোড করতে পারেন।

আপনি যদি পরীক্ষার নির্দেশনা না জেনে থাকেন এখানে দেখুন।

ধন্যবাদ সবাইকে।
মোঃ ইব্রাহীম হোসেন
সহকারি শিক্ষক
সরকারি প্রাথমিক বিদ্যালয়।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

BCS English Written Essay Suggestion 2024

Suggestions for 45th BCS Written (English Essay) 1. Smart Bangladesh 2. Cultural Heritage and Festival …