Primary assistant teacher 3rd phase admit download

প্রাইমারীর রাজস্বখাতভূক্ত “সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮” এর ৪ ধাপের লিখিত পরীক্ষার তৃতীয় ধাপ ২১ জুন ২০১৯, সকাল ১০.৩০ থেকে ১১.৩০ অনুষ্ঠিত হবে।

যারা আবেদন করেছেন তাদের ফোনে এরকম একটি মেসেজ আসবে,যাতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে।

যদি এসএমএস না আসে তবুও আপনি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এজন্য আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এডমিট ডাউনলোড করতে পারবেন এখান থেকে
যদি পাসওয়ার্ড না জেনে থাকেন বা মনে না থাকে তাহলে দিয়ে আপনি,

এসএসসি তথ্য দিয়ে পাসওয়ার্ড রিকভার করতে পারবেন এই লিংক থেকে এবং এডমিট ডাউনলোড করতে পারবেন।

প্রাইমারীর রাজস্বখাতভূক্ত “সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ২০১৮” নির্দেশনা পড়ুন এখানে…

প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩য় ধাপের পরীক্ষার এডমিট কার্ড সংক্রান্ত তথ্য

তৃতীয় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত এসএমএস আসা শুরু করেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩য় ধাপের পরীক্ষা হবে ২১ জুন ২০১৯ ।পরীক্ষার দিন পর্যন্ত এডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন।

এডমিট কার্ড ডাউনলোড লিংকঃ http://admit.dpe.gov.bd/

২১ জুন অনুষ্ঠিত হবে যেসব জেলায় পরীক্ষা:
ফেনী, ঝালকাঠি, বরগুনা, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও পঞ্চগড় জেলার সব উপজেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া নেত্রকোনার দুর্গাপুর, পূর্বধলা, বারহাট্টা, খালিয়াজুড়ি, মদন ও মোহনগঞ্জ উপজেলা; ময়মনসিংহের গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, ফুলবাড়িয়া, গৌরীপুর, ফুলপুর, ধোবাউড়া ও তারাকান্দা উপজেলা; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বাঞ্ছারামপুর, আখাউড়া ও সদর উপজেলা; কুমিল্লার লাকসাম, দেবীদ্বার, মুরাদনগর, দাউদকান্দি, চৌদ্দগ্রাম, হোমনা ও সদর উপজেলা; চট্টগ্রামের ডবলমুরিং, পাহাড়তলী, বন্দর, পাঁচশাইল, চান্দগাঁও, কোতোয়ালি, বাঁশখালী, রাউজান, সন্দ্বীপ, ফটিকছড়ি, আনোয়ারা, লোহাগড়া উপজেলা; নোয়াখালীর বেগমগঞ্জ।
কবিরহাট, সুবর্ণচর ও সদর উপজেলা; বরিশালের আগৈলঝাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী ও সদর উপজেলা; যশোরের ঝিকরগাছা, বাঘারপাড়া, মনিরামপুর ও শার্শা উপজেলা; খুলনার কয়রা, ডুমুরিয়া ও সদর উপজেলা; বাগেরহাটের মোল্লাহাট, মোংলা, মোরেলগঞ্জ, কচুয়া, শরণখোলা উপজেলা; ঝিনাইদহের মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলা; কুষ্টিয়ার মিরপুর, খোকসা ও সদর উপজেলা; কুড়িগ্রামের উলিপুর, চিলমারী, ফুলবাড়ী, রাজীবপুর ও সদর উপজেলা; গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সদর উপজেলা; রংপুরের কাউনিয়া, গঙ্গাচড়া, বদরগঞ্জ ও সদর উপজেলা; দিনাজপুরের ঘোড়াঘাট, খানসামা, চিরিরবন্দর, হাকিমপুর, বীরগঞ্জ ও সদর উপজেলা; নওগাঁর বদলগাছি, মহাদেবপুর, মান্দা, রানীনগর ও সাপাহার উপজেলা; বগুড়ার আদমদীঘি, শিবগঞ্জ, শেরপুর, সোনাতলা, ধুনট ও শাহাজাহানপুর উপজেলা; রাজশাহীর গোদাগাড়ী, চারঘাট, বাগমারা ও সদর উপজেলা এবং সিরাজগঞ্জের কাজিপুর, চৌহালী, রায়গঞ্জ, বেলকুচি ও সদর উপজেলায় ২১ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তৃতীয় ধাপের পরীক্ষা সংক্রান্ত নোটিশ এখান থেকে দেখে নিতে পারবেন।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিম্নলিখিত রাজস্ব খাতভূক্ত নিম্মোক্ত স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট …