প্রাইমারীর রাজস্বখাতভূক্ত “সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮” এর ৪ ধাপের লিখিত পরীক্ষার দ্বিতীয় ধাপ ৩১ মে ২০১৯, সকাল ১০.৩০ থেকে ১১.৩০ অনুষ্ঠিত হবে।
যারা আবেদন করেছেন তাদের ফোনে এরকম একটি মেসেজ আসবে,যাতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে।
দ্বিতীয় ধাপে যাদের ৩১ মে যাদের পরীক্ষা তারা এই লিংক থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।
[মনে রাখবেন, আপনার জেলা/উপজেলাতে যখন পরীক্ষা তার পাঁচ দিন পূর্বে এডমিট তুলতে পারবেন]
প্রাইমারীর রাজস্বখাতভূক্ত “সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাবলী পড়তে এখানে প্রবেশ করতে পারেন।
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩১ মে অনুষ্ঠিত হবে যেসব জেলায় পরীক্ষা।
মুন্সীগঞ্জ, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নারায়ণগঞ্জ, শেরপুর ও রাজবাড়ী জেলার সব উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া,
গোপালগঞ্জের কাশিয়ানি,টুঙ্গীপাড়া ও মকসুদপুর উপজেলা;
শরীয়তপুরের জাজিরা, ডামুড্যা ও সদর উপজেলা; মাদারীপুরের কালকিনি ও শিবচর উপজেলা;
ফরিদপুরের নগরকান্দা, বোয়ালমারী, ভাঙ্গা ও মধুখালী উপজেলা;
নরসিংদীর পলাশ, শিবপুর ও সদর উপজেলা;
জামালপুরের সরিষাবাড়ী, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলা;
টাঙ্গাইলের ঘাটাইল, সখিপুর, গোপালপুর, বাসাইল, দেলদুয়ার ও সদর উপজেলা;
কিশোরগঞ্জের হোসেনপুর, নিকলী, কুলিয়ারচর, ইটনা, ভৈরব, মিঠামইন ও সদর উপজেলা।
লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ ও রামগতি উপজেলা;
কক্সবাজারের চকোরিয়া, মহেশখালী ও রামু উপজেলা; চাঁদপুরের কচুয়া, হাজীগঞ্জ, হাইমচর ও সদর উপজেলা;
হবিগঞ্জ জেলার বানিয়াচং, আজমিরিগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট উপজেলা;
সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, দিরাই, জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা;
সিলেটের গোয়াইনঘাট, গোলাপগঞ্জ, কোম্পানীগঞ্জ, জকিগঞ্জ, বিয়ানীবাজার, দক্ষিণ সুরামা উপজেলা;
পিরোজপুর জেলার কাউখালী, নাজিরপুর, মঠবাড়িয়া ও ইন্দুরকানি উপজেলা;
পটুয়াখালীর দশমিনা, বাউফল, মির্জাগঞ্জ, কলাপড়া ও রাঙ্গাবালী উপজেলা;
সাতক্ষীরার দেবহাটা, কলারোয়া, কালিগঞ্জ ও তালা উপজেলা; নাটোরের নলডাঙ্গা, লালপুর, বড়াইগ্রাম ও বাগাতিপাড়া উপজেলা;
নীলফামারীর কিশোরগঞ্জ, জলঢাকা, ডিমলা উপজেলা এবং মৌলভীবাজারের বড়লেখা, কুলাউড়া ও সদর উপজেলায় এ ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে।