16 তম বেসরকারি শিক্ষক নিবন্ধন নোটিশ প্রকাশ।
16th ntrca notice pdf download link
বিজ্ঞপ্তি অনুসারে আবেদন শুরু হবে 28 মে এবং শেষ হবে 19 জুন।প্রতিটি আবেদনের জন্য লাগবে তিনশত পঞ্চাশ টাকা। এই টাকা টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদন করতে → এখানে প্রবেশ করুন
আবেদন করতে যা যা প্রয়োজন: আবেদনের জন্য নাম, পিতার নাম, মাতার নাম, ভোটার আইডি, মোবাইল নাম্বার, গ্রাম, পোস্ট, পোস্ট কোড, উপজেলা, জেলা, এসএসসি এবং এইচএসসি রোল, রেজাল্ট, পাশের সন এবং বোর্ড। এ ছাড়া এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নিজের স্বাক্ষর স্ক্যান কপি।
আবেদন সম্পন্ন হলে প্রিন্ট কপি টি বার বার মিলিয়ে দেখবেন। কোন ভুল ত্রুটি থাকলে টাকা না পেইড করে আবার আবেদন করতে পারবেন কিন্তু একবার টাকা পেইড করলে ওই আবেদন বাতিল করা যাবে না।
আপনার আবেদন চূড়ান্ত সম্পন্ন হলে আপনার নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে তখন বুঝবেন যে আপনার আবেদনটি সম্পন্ন হয়েছে। যদি না আসে তাহলে আপনি পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন, তাহলে বুঝতে পারবেন আপনার টাকা পরিশোধ কিনা।
প্রিলিমিনারি পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা আগামী 30 আগস্ট 2019 অনুষ্ঠিত হবে, স্কুল -১,স্কুল পর্যায়-২ সকালে এবং কলেজ পর্যায় বিকালে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার পূর্ণমান হবে 100 এবং আপনি 40 মার্ক পেলেই প্রিলিমিনারি ভর্তি হবেন।
লিখিত পরীক্ষা আগামী 15 ও 16 ই নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার পূর্ণমান 100 এবং সময় মাত্র তিন ঘন্টা।