নিবন্ধনের রিটেনে কি কি পড়বেন? কোন বই থেকে পড়বেন? প্রথমেই শুভেচ্ছা জানাই যারা প্রিলিতে উত্তীর্ণ হয়েছেন। আর যারা হোন নি পরের বার চেষ্টা করেন। এবার স্কুল পর্যায়ের প্রশ্ন তুলনামূলক কঠিন হয়েছিল। যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সবার মাথায় একটাই প্রশ্ন কিভাবে রিটেনে ভালো প্রস্তুতি নেওয়া যায়?
প্রথমেই আপনাকে যেটা করতে হবে তা হলো ntrca এর ওয়েবসাইট থেকে রিটেনের সিলেবাস টা ডাউনলোড করে নিন। এরপর রিটেনের সিলেবাস টা কয়েকবার পড়ুন। পড়ার পর আপনার অনার্সের বইয়ের সাথে মিল থাকলে তবে পৃথক ভাবে বই কেনার দরকার নেই বলে আমি মনে করি। এরপর উক্ত টপিকগুলো যেকোন বই থেকে বিস্তারিত ভাবে পড়ে নিন। যদি অর্নাসের বইয়ে বিস্তারিত না পান তবে পৃথকভাবে একটি বই কিনে নিন।
আরও পড়ুন: 17th NTRCA written admit card 2024
18th NTRCA College Level Written syllabus pdf Download
-
PDF Download Link: NTRCA College Level Syllabus.pdf
18th NTRCA School Level Written syllabus pdf Download
PDF Download Link: NTRCA School Level Syllabus.pdf
18th NTRCA School-2 Level Written syllabus pdf Download
PDF Download link: NTRCA School-2 Level Syllabus.pdf
বই কিনলে দুটো সুবিধা পাবেন। সেটা হল হল টপিক গুলো সাজিয়ে বই লেখা আছে। আর বিগত সনের প্রশ্নপত্রও পাবেন। লেখার অভ্যা স গড়ে তুলুন বার বার লিখুন। মনে রাখবেন আপনাকে কমপক্ষে স্কুল এর পরীক্ষায় ৭০+ তুলতে হবে আর কলেজেরটাতে ৮০+ তুলতে হবে।