মোটরসাইকেলযোগে কুয়াকাটা ভ্রমণে যাওয়ার পথে বরিশালের উজিরপুরে যাত্রীবাহী চাসের চাপায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের ২ শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পাতিবার সকাল সাড়ে ৭টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মহাসিন (২৪), ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাজমুল হাসান অপু (২৩)।
হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩০ জন ছাত্র ভ্রমণের উদ্দেশ্যে টিভিএস কোম্পানীর ১৬টি আারটিআর মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বুধবার রাত ৯টার দিকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেয়। মোটরসাইকেল বহরটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকা অতিক্রম করছিল।
এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মাওয়াগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-০২-০৩৯৫) মোটরসাইকেল বহরের একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ঢাকা কলেজের ৪র্থ বর্ষের ছাত্র নাজমুল হাসান অপু (২৩) মারা যায় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মহাসিন (২৪) গুরুতর আহত হয়।
মুমূর্ষ অবস্থায় মহাসিনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।
খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!