রাবির ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি

# যোগ্যতা-২০১২, ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে
এস,এস,সি/সমমান এবং ২০১৬, ২০১৭ সালে
এইচ,এস,সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ
শিক্ষার্থীরাই শুধুমাত্র ভর্তি পরীক্ষায়
অংশগ্রহনের সুযোগ পাবে।
# ন্যূনতম পয়েন্ট:(৪র্থ বিষয়সহ)
* বিজ্ঞান -৩.৫+৩.৫=৮.০
* বাণিজ্য -৩.৫+৩.৫=৭.৫
* মানবিক -৩.০+৩.০=৭.০
# বি .দ্র. আবেদনকারী যে ইউনিটেই আবেদন
করুক না, সে যে শাখা হতে HSC উত্তীর্ণ
হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা
প্রযোজ্য হবে।
# আবেদন সময়সীমা:১০ সেপ্টেম্বর দুপুর ১২ টা
থেকে শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর রাত ১২ টা
পর্যন্ত চলবে ।
# ভর্তি পরীক্ষার তারিখ : ২২ থেকে ২৬
অক্টোবর.
.
# অন্যান্য তথ্যঃ ভর্তি পরীক্ষায়
ক্যালকুলেটর, মোবাইল ও ঘড়ি সহ সবধরনের
ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ।
# জিপিএ গণনা ;ভর্তি পরীক্ষায় জিপিএ’র উপর
কোন নম্বর গণনা করা হয়না।
২০১৭-১৮ শিক্ষাবর্ষে ইউনিট ভিত্তিক আসন
সংখ্যা ও শর্তসমূহ :
# Unit-A : কলা অনুষদ বিস্তারিত:
.
# বিভাগসমূহ ও আসন সংখ্যা:
১.দর্শন(১১০)
২.ইতিহাস(১১০)
৩.ইংরেজি(১০০)
৪.বাংলা(১০০)
৫.ইসলামের ইতিহাস ও
সংস্কৃতি (১১০)
৬.ভাষা:উর্দু (৪০ )
সংস্কৃত (৫৬)
৭.আরবি (১১০),
৮.ইসলামের স্টাডিজ(১১০),
৯.নাট্যকলা (২৫),
১০.সংগীত (৩০)
১১.ফারসি ভাষা ও সাহিত্য (৪০)
.
# মানবন্টন :
MCQ পরীক্ষা পূর্ণমান ১০০ নম্বর।
# বাংলা —– ৩০
# ইংরেজী — ৩০
# সাঃ জ্ঞান —৪০
# পাশ নম্বর ৪০।
*তবে, নাট্যকলা ও সঙ্গীত বিভাগের ক্ষেত্রে
৩০ নম্বর।
# নাট্যকলা ও সঙ্গীত বিভাগের জন্য…
*ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। ব্যবহারিক
পরীক্ষার পাশ নম্বর ৪০।
*কেবল MCQ পরীক্ষায় উত্তীর্ণরা ব্যবহারিক
পরীক্ষা দিতে পারবে।
# বাংলা বিভাগের ক্ষেত্রে MCQ এর বাংলা
অংশে ১৫ নম্বর অবশ্যই পেতে হবে।
# ইংরেজী বিভাগের ক্ষেত্রে MCQ এর
ইংরেজী অংশের ৩০ নম্বরের মধ্যে প্রাপ্ত
সর্বোচ্চ ১২০০ জন লিখিত পরীক্ষা দিতে
পারবে।
# লিখিত পরীক্ষার মানবন্টন:
*Reading Comprehension–25
*Essay–25
লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে
মেধা তালিকা করা হবে।
# আবেদন ফি- ৮২৫টাকা
.
#Unit-B : আইন ও বিচার বিভাগ-
* বিভাগসমূহ ও আসন সংখ্যা:
১। আইন বিভাগ (১১০)
২। আইন ও ভূমি প্রশাসন (৫০)
* মানবন্টন :
দু’টি অংশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে….
‘ক’অংশ – MCQ- ৮০ নম্বর
‘খ’অংশ – লিখিত-২০ নম্বর
*মোট ১০০ নম্বর ।।
#’ক’ অংশ (MCQ):
বাংলা —————– ৩০
ইংরেজী ————— ৩০
সাঃ জ্ঞান ও বুদ্ধিমত্তা — ২০
#পাশ নম্বর ৩২।তবে বাংলায় ১২ নম্বর ও
ইংরেজীতে ১২ নম্বর অবশ্যই পেতে হবে।
.
#’খ’অংশ (লিখিত):
বাংলা —- ১০
ইংরেজী —১০
#বাংলা ও ইংরেজী উভয় বিষয়ে ৪ নম্বর করে
মোট ৮ নম্বর অবশ্যই পেতে হবে।] # কেবল MCQ পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত
পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয় থাকে।
# ক্ষুদ্র নৃ গোষ্ঠী কোটার প্রার্থীদের
ক্ষেত্রে নূন্যতম নম্বরের শর্ত প্রযোজ্য নয়।
.

#Unit-B (আইন) – ৩৩০টাকা
.
#Unit-C: বিজ্ঞান অনুষদ
.
# বিভাগসমূহ ও আসন সংখ্যা):
১.গনিত (১১০)
২.পদার্থ বিজ্ঞান (৯০)
৩.রসায়ন (১০০),
৪.পরিসংখ্যান (৯০),
৫.প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান (৫০),
৬.ফার্মেসী (৫০),
৭.পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স
ডেভেলোপমেন্ট (৬০),
৮.ফলিত গণিত (৮০),
৯.শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান
(বিজ্ঞান-১৪ ও অবিজ্ঞান-১৬)
.
#মানবন্টন :
MCQ.
বিজ্ঞান শাখার জন্য….
‘ক’অংশ(আবশ্যিক)-
পদার্থ+রসায়ন+গনিত(৩০+৩০+২০) =৮০ নম্বর।
‘খ’অংশ(ঐচ্ছিক)-জীববিজ্ঞান
(২০)
‘গ’অংশ(ঐচ্ছিক)-গনিত(২০)
*উত্তর করতে হবে ক+খ অথবা ক+গ
*ক+খ অংশ উত্তরকারীরা এ অনুষদের সকল
বিভাগে ভর্তি হতে পারবে
* ক+গ অংশ উত্তরকারীরা ফার্মেসী,প্রাণ
রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান ব্যতীত অন্য
বিভাগে ভর্তি হতে পারবে
* ফার্মেসী,প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান
ভর্তি হতে HSCতে পদার্থবিজ্ঞান,র
সায়ন,জীববিদ্যা থাকতে হবে
* ক’অংশ এ নূন্যতম ২৬ পেতে হবে, খ/গ অংশ এ
নূন্যতম ৬ পেতে হবে।
# অবিজ্ঞান শাখার জন্য ….
বাংলা —– ৩০
ইংরেজী — ৩০
সাঃ জ্ঞান —৪০
* বাংলায় নূন্যতম ১২ এবং ইংরেজীতে নূন্যতম ৭
পেতে হবে।
* অবিজ্ঞানের প্রার্থীরা কেবল শারীরিক
শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তি
হতে পারবে
*শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান
বিভাগের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে,পাশ
নম্বর ৩২।
# আবেদন ফি- ৭১৫টাকা
.
#Unit-D : ব্যবসায় প্রশাসন
*বিভাগসমূহ ও আসন সংখ্যা:
(বাণিজ্য + অ-বাণিজ্য)
১.Finance ————-(85+15)
২.Accounting
and Information
Systems ———–(100+10)
৩.Management ——- (85+15)
৪.Marketing ———–(85+25)
৫.Banking and
Insurance ————(44+6)
**মোট আসন ————–470
# মানবন্টন :
*MCQ পরীক্ষা…
# বাণিজ্য শাখার জন্য….
ইংরেজি ——————-৩০
হিসাব বিজ্ঞান ————-৩০
ব্যবসায় শিক্ষা
(ব্যবসায় সংগঠন ও
ব্যবস্থাপনা,ফাইন্যান্স,
ব্যাংকিং ও বীমা,উৎপাদন ও
বিপনন) ——————-৪০
# অ-বাণিজ্যদের জন্য
বাংলা ——————– ৩০
ইংরেজি ——————- ৩০
সাঃজ্ঞান ও
সাঃ গণিত—————— ৪০
**পাশ নম্বর ৪০,পৃথকভাবে কোন বিষয়ে
নয়,সম্মিলিতভাবে সব বিষয় মিলি পেলেই
হবে।
# আবেদন ফি- ৪৯৫ টাকা
.
#Unit-E: সমাজিক বিজ্ঞান
*বিভাগসমূহ ও আসন সংখ্যা:
১.অর্থনীতি(১১০)
২.রাষ্ট্র বিজ্ঞান (১১০)
৩.সমাজকর্ম (৯০)
৪.সমাজবিজ্ঞান(১০০)
৫.গণযোগাযোগ ও সাংবাদিকতা (৫০)
৬.ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি
ম্যানেজমেন্ট (৬৬)
৭.লোকপ্রশাসন (৬০)
৮.নৃ-বিজ্ঞান (৫৬)
৯.ফোকলোর(৬৬)
১০.আন্তর্জাতিক সম্পর্ক( ৪০)
# মানবন্টন –
MCQ…
*বাংলা ৩৫
*ইংরেজি ৪৫
*সাঃজ্ঞান ২০
*মোট ১০০ নম্বর
# অর্থনীতি বিভাগের ক্ষেত্রে HSCতে
অর্থনীতি/গণিত/পরিসংখ্যান থাকতে হবে
এবং উক্ত বিষয়গুলিতে নূন্যতম A- গ্রেড থাকতে
হবে।
* আবেদন ফি- ৭৭০ টাকা

.
#Unit-F: জীব ও ভূ বিজ্ঞান অনুষদ
*বিভাগসমূহ ও আসন সংখ্যা:
১.উদ্ভিদ বিজ্ঞান(৮৮)
২.প্রাণিবিদ্যা(৮০)
৩.ভূগোল ও পরিবেশবিদ্যা(৭৬)
৪.চিকিৎসা মনোবিজ্ঞান (২৬)
৫.ভু তত্ব ও খনিবিদ্যা(৬০)
৬.জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড
বায়োটেকনোলজি (৪০)
৭. মনোবিজ্ঞান (৬৬)
# প্রশ্নের ধরন ও মানবন্টন –
MCQ..
# বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য-
(i)আবশ্যিক :পদার্থ+রসায়ন=৬০ নম্বর
(ii)ঐচ্ছিক :জীববিদ্যা(উদ্ভিদবিদ্যা-২০+প্র
াণিবিদ্যা-২০)
/গনিত/ভূগোল/মনোবিজ্ঞান=৪০ নম্বর।
# অবিজ্ঞানের ক্ষেত্রে-
(i) বাংলা+ইংরেজি=৬০ নম্বর।
(ii) ভুগোল/মনোবিজ্ঞান/সাঃজ্ঞান=৪০
নম্বর পরীক্ষা হবে।
*মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।
#অবিজ্ঞানের প্রার্থীরা কেবল ভূগোল ও
পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগে
ভর্তি হতে পারবে
#আবেদন ফি- ৬০৫ টাকা
.
#Unit-G: কৃষি অনুষদ
*বিভাগসমূহ (আসন সংখ্যা):
১.এগ্রোনোমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন
(৫৬)
২.ফিসারিজ (৫০)
৩.এনিম্যাল হাজবেন্ডরি এন্ড ভেটেনারি
সায়েন্স(৫০)
৪.ক্রপ সায়েন্স এন্ড
টেকনোলজি( ৫৬)
* প্রশ্নের ধরন ও মানবন্টন –
MCQ..
জীববিদ্যা-৫০
রসায়ন-২০
পদার্থবিজ্ঞান-২০
ইংরেজী-১০ নম্বর
মোট ১০০ নম্বর
*শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য
# আবেদন ফি- ৪৪০ টাকা
.
#Unit-H: প্রকৌশল অনুষদ
*বিভাগসমূহ ও আসন সংখ্যা:
১.ফলিত পদার্থ ও ইলেকট্রনিক
ইঞ্জিনিয়ারিং (৫০)
২.ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
(৭০)
৩.কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
(৪৬)
৪.ইনফরমেশন এন্ড কমিউনিকেশন
ইঞ্জিনিয়ারিং(৪৬)
৫.ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড টেকনোলজি
(৩০)
৬.ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক
ইঞ্জিনিয়ারিং(৩০)
# মানবন্টন –
MCQ…
পদার্থে ২০ টি প্রশ্ন -৩০ নম্বর
গনিতে ২০ টি প্রশ্ন -৩০ নম্বর
রসায়নে ২০টি প্রশ্ন -৩০ নম্বর
ICTতে ৫টি প্রশ্ন -৫ নম্বর
ইংরেজী তে ৫টি প্রশ্ন -৫ নম্বর
#পদার্থ,গনিত,রসায়নের
প্রতিটি প্রশ্নের মান ১.৫ নম্বর,
আর ICT ও ইংরেজীর প্রতিটি প্রশ্নের মান ১
নম্বর করে।
মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।
#শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য।
Unit-H (প্রকৌশল) আবেদন ফি- ৫৫০ টাকা
#Unit_I: চারুকলা অনুষদ
*বিভাগসমূহ (আসন সংখ্যা):
১.চিত্র কলা, প্রাচ্যকলা ও ছাপাচিত্র (৪৫)
২.মৃৎ শিল্প ও ভাস্কর্য(৩০)
৩.গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার
ইতিহাস(৪৫)
# মানবন্টন –
MCQ…
বাংলা -৩০
ইংরেজি – ৩০
সাঃজ্ঞান -৪০
**পাশ নম্বর ৩০
ড্রইং(ব্যবহারিক) -১০০, পাশ নম্বর ৪০
*MCQ ও ব্যবহারিক একসাথে হবে।
*পরিক্ষার সময়:১:৩০ ঘন্টা।
#Unit-I (চারুকলা) আবেদন ফি- ৩৮৫ টাকা
.
#Unit-J: ব্যবসায় প্রশাসন (IBA)
*আসন সংখ্যা:
*বাণিজ্য-২৫
*অবাণিজ্য-২৫
# মানবন্টন –
MCQ.
*বাণিজ্যের জন্য…
ইংরেজী -৫০
বাণিজ্য -৫০
*অবাণিজ্যের জন্য…
ইংরেজী -৫০
বুদ্ধিমত্তা,সাঃজ্ঞান,সাঃবিজ্ঞা
ন,সাঃগণিত -৫০
*স্ব স্ব গ্রুপের শিক্ষার্থীরা স্ব স্ব গ্রুপের
প্রশ্নপ্রত্রে পরীক্ষা দিবে
***পাশ নম্বর ৪০
#Unit-J (ব্যবসায় প্রশাসন) আবেদন ফি- ২৭৫
টাকা
.
#Unit-K: শিক্ষা ও গবেষণা (IER)
*আসন সংখ্যা: ৫০
* প্রশ্নের ধরন ও মানবন্টন –
MCQ…
বাংলা —————– ২৫
ইংরেজী ————— ২৫
সাঃ জ্ঞান ————– ২০
বুদ্ধিমত্তা দক্ষতা
(গাণিতিক দক্ষতা ও
বিমূর্ত্ত যুক্তি) ————৩০
পাশ নম্বর ৪০
#আবেদন ফি Unit K (শিক্ষা ও গবেষণা)- ২৭৫
টাকা
.
***রাবি নিয়ে কিছু কথা না বললেই নয়-
# সেকেন্ড টাইম আছে।
# রেজাল্ট এর উপর নম্বর নাই।
# কোন সাবজেক্ট এ বি,সি থাকলে ও এক্সাম
দেওয়া যাবে।
# ফোর সাবজেক্ট এ ফেইল থাকলে ও এক্সাম
দেওয়া যাবে।
# সাইন্স এ ৩.৫ করে ৮.০০ থাকলে এক্সাম
দেওয়া যাবে।
# সাইন্স এর ইউনিট C,G,F,H এ ছাড়াও সকল
ইউনিটে এক্সাম দিতে পারবে।
#তবে যারা খ+ঘ ইউনিট প্রিপারেশন নিছ
তারা A,B,D,E,I,J,K ইউনিটে এক্সাম দিতে
পারবে।
# B , E, J , K ইউনিটে গণিত ও বুদ্ধিমত্ত্বা
থেকে প্রশ্ন আসবে।এর জন্য তোমরা সায়র
গণিত ও বুদ্ধিমত্ত্বা বইটি দেখতে পারো ।
# রাবির জন্য প্রিভিউ প্রশ্নব্যাংক তুলনামূলক
ভাল।
#মানবিকের জন্য গ্লাডিয়েটর”স বইটা থেকে
অনেক হেল্প পাবেন।
# ৪০-৫০% + প্রশ্ন রিপিট হয়।
# এবার থেকে আইবিএ এর এক্সাম আলাদা
হবে।
#যে কোন ইউনিটে ৬০ পেলেই চান্স হবে তবে
H unit এ ৫০ পেলেই হবে
#বিগত বছর গুলোতে যখন সেকেন্ড টাইম ছিল
৭০% এর বেশীই সেকেন্ড টাইমার রা চান্স
পাইছে।

About Jahidul Islam

jahidul Islam palash BBA complete Comilla victory college.

Check Also

কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার নিয়োগ পরীক্ষা - ৭৯৮ পদের পরীক্ষা ১১ নভেম্বর ২০২২

কুমিল্লা আর্মি নার্সিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

আর্মি নার্সিং কলেজ কুমিল্লা (সম্পূর্ণ আবাসিক) ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি। Army …