web tracker
Breaking News

রাবির ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি

# যোগ্যতা-২০১২, ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে
এস,এস,সি/সমমান এবং ২০১৬, ২০১৭ সালে
এইচ,এস,সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ
শিক্ষার্থীরাই শুধুমাত্র ভর্তি পরীক্ষায়
অংশগ্রহনের সুযোগ পাবে।
# ন্যূনতম পয়েন্ট:(৪র্থ বিষয়সহ)
* বিজ্ঞান -৩.৫+৩.৫=৮.০
* বাণিজ্য -৩.৫+৩.৫=৭.৫
* মানবিক -৩.০+৩.০=৭.০
# বি .দ্র. আবেদনকারী যে ইউনিটেই আবেদন
করুক না, সে যে শাখা হতে HSC উত্তীর্ণ
হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা
প্রযোজ্য হবে।
# আবেদন সময়সীমা:১০ সেপ্টেম্বর দুপুর ১২ টা
থেকে শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর রাত ১২ টা
পর্যন্ত চলবে ।
# ভর্তি পরীক্ষার তারিখ : ২২ থেকে ২৬
অক্টোবর.
.
# অন্যান্য তথ্যঃ ভর্তি পরীক্ষায়
ক্যালকুলেটর, মোবাইল ও ঘড়ি সহ সবধরনের
ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ।
# জিপিএ গণনা ;ভর্তি পরীক্ষায় জিপিএ’র উপর
কোন নম্বর গণনা করা হয়না।
২০১৭-১৮ শিক্ষাবর্ষে ইউনিট ভিত্তিক আসন
সংখ্যা ও শর্তসমূহ :
# Unit-A : কলা অনুষদ বিস্তারিত:
.
# বিভাগসমূহ ও আসন সংখ্যা:
১.দর্শন(১১০)
২.ইতিহাস(১১০)
৩.ইংরেজি(১০০)
৪.বাংলা(১০০)
৫.ইসলামের ইতিহাস ও
সংস্কৃতি (১১০)
৬.ভাষা:উর্দু (৪০ )
সংস্কৃত (৫৬)
৭.আরবি (১১০),
৮.ইসলামের স্টাডিজ(১১০),
৯.নাট্যকলা (২৫),
১০.সংগীত (৩০)
১১.ফারসি ভাষা ও সাহিত্য (৪০)
.
# মানবন্টন :
MCQ পরীক্ষা পূর্ণমান ১০০ নম্বর।
# বাংলা —– ৩০
# ইংরেজী — ৩০
# সাঃ জ্ঞান —৪০
# পাশ নম্বর ৪০।
*তবে, নাট্যকলা ও সঙ্গীত বিভাগের ক্ষেত্রে
৩০ নম্বর।
# নাট্যকলা ও সঙ্গীত বিভাগের জন্য…
*ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। ব্যবহারিক
পরীক্ষার পাশ নম্বর ৪০।
*কেবল MCQ পরীক্ষায় উত্তীর্ণরা ব্যবহারিক
পরীক্ষা দিতে পারবে।
# বাংলা বিভাগের ক্ষেত্রে MCQ এর বাংলা
অংশে ১৫ নম্বর অবশ্যই পেতে হবে।
# ইংরেজী বিভাগের ক্ষেত্রে MCQ এর
ইংরেজী অংশের ৩০ নম্বরের মধ্যে প্রাপ্ত
সর্বোচ্চ ১২০০ জন লিখিত পরীক্ষা দিতে
পারবে।
# লিখিত পরীক্ষার মানবন্টন:
*Reading Comprehension–25
*Essay–25
লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে
মেধা তালিকা করা হবে।
# আবেদন ফি- ৮২৫টাকা
.
#Unit-B : আইন ও বিচার বিভাগ-
* বিভাগসমূহ ও আসন সংখ্যা:
১। আইন বিভাগ (১১০)
২। আইন ও ভূমি প্রশাসন (৫০)
* মানবন্টন :
দু’টি অংশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে….
‘ক’অংশ – MCQ- ৮০ নম্বর
‘খ’অংশ – লিখিত-২০ নম্বর
*মোট ১০০ নম্বর ।।
#’ক’ অংশ (MCQ):
বাংলা —————– ৩০
ইংরেজী ————— ৩০
সাঃ জ্ঞান ও বুদ্ধিমত্তা — ২০
#পাশ নম্বর ৩২।তবে বাংলায় ১২ নম্বর ও
ইংরেজীতে ১২ নম্বর অবশ্যই পেতে হবে।
.
#’খ’অংশ (লিখিত):
বাংলা —- ১০
ইংরেজী —১০
#বাংলা ও ইংরেজী উভয় বিষয়ে ৪ নম্বর করে
মোট ৮ নম্বর অবশ্যই পেতে হবে।] # কেবল MCQ পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত
পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয় থাকে।
# ক্ষুদ্র নৃ গোষ্ঠী কোটার প্রার্থীদের
ক্ষেত্রে নূন্যতম নম্বরের শর্ত প্রযোজ্য নয়।
.

#Unit-B (আইন) – ৩৩০টাকা
.
#Unit-C: বিজ্ঞান অনুষদ
.
# বিভাগসমূহ ও আসন সংখ্যা):
১.গনিত (১১০)
২.পদার্থ বিজ্ঞান (৯০)
৩.রসায়ন (১০০),
৪.পরিসংখ্যান (৯০),
৫.প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান (৫০),
৬.ফার্মেসী (৫০),
৭.পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স
ডেভেলোপমেন্ট (৬০),
৮.ফলিত গণিত (৮০),
৯.শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান
(বিজ্ঞান-১৪ ও অবিজ্ঞান-১৬)
.
#মানবন্টন :
MCQ.
বিজ্ঞান শাখার জন্য….
‘ক’অংশ(আবশ্যিক)-
পদার্থ+রসায়ন+গনিত(৩০+৩০+২০) =৮০ নম্বর।
‘খ’অংশ(ঐচ্ছিক)-জীববিজ্ঞান
(২০)
‘গ’অংশ(ঐচ্ছিক)-গনিত(২০)
*উত্তর করতে হবে ক+খ অথবা ক+গ
*ক+খ অংশ উত্তরকারীরা এ অনুষদের সকল
বিভাগে ভর্তি হতে পারবে
* ক+গ অংশ উত্তরকারীরা ফার্মেসী,প্রাণ
রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান ব্যতীত অন্য
বিভাগে ভর্তি হতে পারবে
* ফার্মেসী,প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান
ভর্তি হতে HSCতে পদার্থবিজ্ঞান,র
সায়ন,জীববিদ্যা থাকতে হবে
* ক’অংশ এ নূন্যতম ২৬ পেতে হবে, খ/গ অংশ এ
নূন্যতম ৬ পেতে হবে।
# অবিজ্ঞান শাখার জন্য ….
বাংলা —– ৩০
ইংরেজী — ৩০
সাঃ জ্ঞান —৪০
* বাংলায় নূন্যতম ১২ এবং ইংরেজীতে নূন্যতম ৭
পেতে হবে।
* অবিজ্ঞানের প্রার্থীরা কেবল শারীরিক
শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তি
হতে পারবে
*শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান
বিভাগের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে,পাশ
নম্বর ৩২।
# আবেদন ফি- ৭১৫টাকা
.
#Unit-D : ব্যবসায় প্রশাসন
*বিভাগসমূহ ও আসন সংখ্যা:
(বাণিজ্য + অ-বাণিজ্য)
১.Finance ————-(85+15)
২.Accounting
and Information
Systems ———–(100+10)
৩.Management ——- (85+15)
৪.Marketing ———–(85+25)
৫.Banking and
Insurance ————(44+6)
**মোট আসন ————–470
# মানবন্টন :
*MCQ পরীক্ষা…
# বাণিজ্য শাখার জন্য….
ইংরেজি ——————-৩০
হিসাব বিজ্ঞান ————-৩০
ব্যবসায় শিক্ষা
(ব্যবসায় সংগঠন ও
ব্যবস্থাপনা,ফাইন্যান্স,
ব্যাংকিং ও বীমা,উৎপাদন ও
বিপনন) ——————-৪০
# অ-বাণিজ্যদের জন্য
বাংলা ——————– ৩০
ইংরেজি ——————- ৩০
সাঃজ্ঞান ও
সাঃ গণিত—————— ৪০
**পাশ নম্বর ৪০,পৃথকভাবে কোন বিষয়ে
নয়,সম্মিলিতভাবে সব বিষয় মিলি পেলেই
হবে।
# আবেদন ফি- ৪৯৫ টাকা
.
#Unit-E: সমাজিক বিজ্ঞান
*বিভাগসমূহ ও আসন সংখ্যা:
১.অর্থনীতি(১১০)
২.রাষ্ট্র বিজ্ঞান (১১০)
৩.সমাজকর্ম (৯০)
৪.সমাজবিজ্ঞান(১০০)
৫.গণযোগাযোগ ও সাংবাদিকতা (৫০)
৬.ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি
ম্যানেজমেন্ট (৬৬)
৭.লোকপ্রশাসন (৬০)
৮.নৃ-বিজ্ঞান (৫৬)
৯.ফোকলোর(৬৬)
১০.আন্তর্জাতিক সম্পর্ক( ৪০)
# মানবন্টন –
MCQ…
*বাংলা ৩৫
*ইংরেজি ৪৫
*সাঃজ্ঞান ২০
*মোট ১০০ নম্বর
# অর্থনীতি বিভাগের ক্ষেত্রে HSCতে
অর্থনীতি/গণিত/পরিসংখ্যান থাকতে হবে
এবং উক্ত বিষয়গুলিতে নূন্যতম A- গ্রেড থাকতে
হবে।
* আবেদন ফি- ৭৭০ টাকা

.
#Unit-F: জীব ও ভূ বিজ্ঞান অনুষদ
*বিভাগসমূহ ও আসন সংখ্যা:
১.উদ্ভিদ বিজ্ঞান(৮৮)
২.প্রাণিবিদ্যা(৮০)
৩.ভূগোল ও পরিবেশবিদ্যা(৭৬)
৪.চিকিৎসা মনোবিজ্ঞান (২৬)
৫.ভু তত্ব ও খনিবিদ্যা(৬০)
৬.জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড
বায়োটেকনোলজি (৪০)
৭. মনোবিজ্ঞান (৬৬)
# প্রশ্নের ধরন ও মানবন্টন –
MCQ..
# বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য-
(i)আবশ্যিক :পদার্থ+রসায়ন=৬০ নম্বর
(ii)ঐচ্ছিক :জীববিদ্যা(উদ্ভিদবিদ্যা-২০+প্র
াণিবিদ্যা-২০)
/গনিত/ভূগোল/মনোবিজ্ঞান=৪০ নম্বর।
# অবিজ্ঞানের ক্ষেত্রে-
(i) বাংলা+ইংরেজি=৬০ নম্বর।
(ii) ভুগোল/মনোবিজ্ঞান/সাঃজ্ঞান=৪০
নম্বর পরীক্ষা হবে।
*মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।
#অবিজ্ঞানের প্রার্থীরা কেবল ভূগোল ও
পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগে
ভর্তি হতে পারবে
#আবেদন ফি- ৬০৫ টাকা
.
#Unit-G: কৃষি অনুষদ
*বিভাগসমূহ (আসন সংখ্যা):
১.এগ্রোনোমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন
(৫৬)
২.ফিসারিজ (৫০)
৩.এনিম্যাল হাজবেন্ডরি এন্ড ভেটেনারি
সায়েন্স(৫০)
৪.ক্রপ সায়েন্স এন্ড
টেকনোলজি( ৫৬)
* প্রশ্নের ধরন ও মানবন্টন –
MCQ..
জীববিদ্যা-৫০
রসায়ন-২০
পদার্থবিজ্ঞান-২০
ইংরেজী-১০ নম্বর
মোট ১০০ নম্বর
*শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য
# আবেদন ফি- ৪৪০ টাকা
.
#Unit-H: প্রকৌশল অনুষদ
*বিভাগসমূহ ও আসন সংখ্যা:
১.ফলিত পদার্থ ও ইলেকট্রনিক
ইঞ্জিনিয়ারিং (৫০)
২.ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
(৭০)
৩.কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
(৪৬)
৪.ইনফরমেশন এন্ড কমিউনিকেশন
ইঞ্জিনিয়ারিং(৪৬)
৫.ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড টেকনোলজি
(৩০)
৬.ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক
ইঞ্জিনিয়ারিং(৩০)
# মানবন্টন –
MCQ…
পদার্থে ২০ টি প্রশ্ন -৩০ নম্বর
গনিতে ২০ টি প্রশ্ন -৩০ নম্বর
রসায়নে ২০টি প্রশ্ন -৩০ নম্বর
ICTতে ৫টি প্রশ্ন -৫ নম্বর
ইংরেজী তে ৫টি প্রশ্ন -৫ নম্বর
#পদার্থ,গনিত,রসায়নের
প্রতিটি প্রশ্নের মান ১.৫ নম্বর,
আর ICT ও ইংরেজীর প্রতিটি প্রশ্নের মান ১
নম্বর করে।
মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।
#শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য।
Unit-H (প্রকৌশল) আবেদন ফি- ৫৫০ টাকা
#Unit_I: চারুকলা অনুষদ
*বিভাগসমূহ (আসন সংখ্যা):
১.চিত্র কলা, প্রাচ্যকলা ও ছাপাচিত্র (৪৫)
২.মৃৎ শিল্প ও ভাস্কর্য(৩০)
৩.গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার
ইতিহাস(৪৫)
# মানবন্টন –
MCQ…
বাংলা -৩০
ইংরেজি – ৩০
সাঃজ্ঞান -৪০
**পাশ নম্বর ৩০
ড্রইং(ব্যবহারিক) -১০০, পাশ নম্বর ৪০
*MCQ ও ব্যবহারিক একসাথে হবে।
*পরিক্ষার সময়:১:৩০ ঘন্টা।
#Unit-I (চারুকলা) আবেদন ফি- ৩৮৫ টাকা
.
#Unit-J: ব্যবসায় প্রশাসন (IBA)
*আসন সংখ্যা:
*বাণিজ্য-২৫
*অবাণিজ্য-২৫
# মানবন্টন –
MCQ.
*বাণিজ্যের জন্য…
ইংরেজী -৫০
বাণিজ্য -৫০
*অবাণিজ্যের জন্য…
ইংরেজী -৫০
বুদ্ধিমত্তা,সাঃজ্ঞান,সাঃবিজ্ঞা
ন,সাঃগণিত -৫০
*স্ব স্ব গ্রুপের শিক্ষার্থীরা স্ব স্ব গ্রুপের
প্রশ্নপ্রত্রে পরীক্ষা দিবে
***পাশ নম্বর ৪০
#Unit-J (ব্যবসায় প্রশাসন) আবেদন ফি- ২৭৫
টাকা
.
#Unit-K: শিক্ষা ও গবেষণা (IER)
*আসন সংখ্যা: ৫০
* প্রশ্নের ধরন ও মানবন্টন –
MCQ…
বাংলা —————– ২৫
ইংরেজী ————— ২৫
সাঃ জ্ঞান ————– ২০
বুদ্ধিমত্তা দক্ষতা
(গাণিতিক দক্ষতা ও
বিমূর্ত্ত যুক্তি) ————৩০
পাশ নম্বর ৪০
#আবেদন ফি Unit K (শিক্ষা ও গবেষণা)- ২৭৫
টাকা
.
***রাবি নিয়ে কিছু কথা না বললেই নয়-
# সেকেন্ড টাইম আছে।
# রেজাল্ট এর উপর নম্বর নাই।
# কোন সাবজেক্ট এ বি,সি থাকলে ও এক্সাম
দেওয়া যাবে।
# ফোর সাবজেক্ট এ ফেইল থাকলে ও এক্সাম
দেওয়া যাবে।
# সাইন্স এ ৩.৫ করে ৮.০০ থাকলে এক্সাম
দেওয়া যাবে।
# সাইন্স এর ইউনিট C,G,F,H এ ছাড়াও সকল
ইউনিটে এক্সাম দিতে পারবে।
#তবে যারা খ+ঘ ইউনিট প্রিপারেশন নিছ
তারা A,B,D,E,I,J,K ইউনিটে এক্সাম দিতে
পারবে।
# B , E, J , K ইউনিটে গণিত ও বুদ্ধিমত্ত্বা
থেকে প্রশ্ন আসবে।এর জন্য তোমরা সায়র
গণিত ও বুদ্ধিমত্ত্বা বইটি দেখতে পারো ।
# রাবির জন্য প্রিভিউ প্রশ্নব্যাংক তুলনামূলক
ভাল।
#মানবিকের জন্য গ্লাডিয়েটর”স বইটা থেকে
অনেক হেল্প পাবেন।
# ৪০-৫০% + প্রশ্ন রিপিট হয়।
# এবার থেকে আইবিএ এর এক্সাম আলাদা
হবে।
#যে কোন ইউনিটে ৬০ পেলেই চান্স হবে তবে
H unit এ ৫০ পেলেই হবে
#বিগত বছর গুলোতে যখন সেকেন্ড টাইম ছিল
৭০% এর বেশীই সেকেন্ড টাইমার রা চান্স
পাইছে।

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

About Jahidul Islam

jahidul Islam palash BBA complete Comilla victory college.

Check Also

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ | বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০২২-২০২৩ খ্রি. শিক্ষাবর্ষ বিডিএস ভর্তি পরীক্ষা গত ০৫/০৫/২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মেডিকেল এন্ড …

আমেরিকান ডিভি লটারিতে নিজেই আবেদন ফর্ম পূরণ করুন। DV Apply Now