
টক শো’তে সাংবাদিক মাসুদা ভাট্রির বিরুদ্ধে কু-রুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ঝিনাইদহে ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে ৫শ’ ২০ কোটি টাকার পৃথক দুটি মানহানির মামলা করা হয়েছে।
বৃহষ্পতিবার (২৫ অক্টোবর) দুপুর ১২ টার দিকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মিজানুর রহমানের আদালতে মামলা করেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খালেদা খানম ও জজ কোর্টের এপিপি এ্যাড. সালমা ইয়াসমিন।
মামলার বাদি খালেদা খানম জানান, টক-শো’তে ব্যারিস্টার মাইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্রির বিরুদ্ধে যে কু-রুচিপূর্ণ মন্তব্য করেছেন তা নারী সাংবাদিকদের জন্য যেমন অপমান জনক তেমনি গোটা নারী জাতির জন্য অপমান জনক। তাই এই অপমানের প্রতিবাদে মানহানির মামলা করা হয়েছে।
অপর দিকে জজ কোর্টের এপিপি ও জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক এ্যাড. সালমা ইয়াসমিন একই আদালতে ব্যারিস্টার মাইনুল হোসেনের বিরুদ্ধে ২০ কোটি টাকার একটি মানহানির মামলা দায়ের করেছেন
খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!