বাংলাদেশ রেলওয়ের রাজস্বখাতভূক্ত “ওয়েম্যান” এর শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ কমিটি কর্তৃক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার স্মারক নং- ০৫.০০.0000.170.11.016.2২.৯৬, তারিখঃ ১৭ এপ্রিল, ২০২৩ এর আলোকে প্রস্তুতকৃত অপেক্ষমাণ তালিকা হতে নিন্মবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলো। প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে প্রদত্ত তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত এবং আবেদন পত্রে প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে বাংলাদেশ রেলওয়ে প্রার্থীদের বিভাগীয় নির্বাচন কমিটি এই শর্তে সুপারিশ করছে যে, নিয়োগের পূর্বে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।
বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদের প্যানেল হতে চূড়ান্ত ফলাফল ২০২৪
বাংলাদেশ রেলওয়ের টিকেট কালেক্টর গ্রেড-২ পদে লিখিত (MCQ Type) পরীক্ষার ফলাফল। ফলাফল বাংলাদেশ রেলওয়ে (www.railway.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেড (http://br.teletalk.com.bd) এর ওয়েবসাইট এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত হবে।মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে বাংলাদেশ রেলওয়ে ও টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট এবং দৈনিক জাতীয় পত্রিকার মাধ্যমে জানিয়ে দেয়া হবে। বাংলাদেশ রেলওয়ের “টিকেট কালেক্টর গ্রেড-২” পদে লিখিত (MCQ Type) পরীক্ষার ফলাফল ।