খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিম্নলিখিত পদের বিপরীতে উল্লিখিত শূন্য পদসমূহ পূরণের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগের যোগ্যতা ও শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: www.kau.ac.bd থেকে সংগ্রহসহ ০৪-০২-২০২৪ তারিখে প্রার্থীর বয়স উল্লেখ করতে হবে। উপরোল্লিখিত পদসমুহের বিপরীতে ওয়েবসাইটে উল্লেখিত নিয়োগ যোগ্যতার আলোকে বিভিন্ন অনুষদ/বিভাগ/শাখা/দপ্তরের প্রতিটি পদের জন্য পৃথকভাবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ডাউনলোড এবং প্রিন্ট করে প্রার্থীকে আবেদনপত্রের সাথেঃ
(ক) Payment স্লিপ, (খ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় প্রকাশনা, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সকল সনদপত্র ও সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (প্রতি সেটের সাথে একটি করে), (গ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, (ঘ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সিটি কর্পোরেশন বা পৌরসভা মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র সংযুক্ত করে গ্রেড ০৩ থেকে গ্রেড ০৬ পর্যন্ত ০৮ (আট) সেট পৃথক আবেদন একটি খামের ভিতর রেজিস্ট্রার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, (অস্থায়ী অফিস: বাড়ি নং-২০০, রোড নং-১২, ১ম ফেইজ, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, খুলনা-৯১০০), খুলনা এর অনুকূলে আগামী ২৫-০২-২০২৪ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই সরাসরি/ডাকযোগে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে প্রেরণ করতে হবে। প্রার্থীত পদের নাম ও বিভাগ খামের উপর অবশ্যই উল্লেখ করতে হবে। উল্লেখ যে, চাহিত আবেদন সেটের মধ্যে একটি সেট মূল কপি (সত্যায়িত) হতে হবে।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – kau Job Circular 2024
অনলাইনে আবেদনের নিয়মাবলী: (১) আগ্রহী প্রার্থীদের আগামী ০৭ ফেব্রুয়ারি ২০২৪ হতে ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাত ১২.০০ ঘটিকার মধ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.kau.ac.bd এ Online Job Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ সাপেক্ষে আবেদনকারীর জন্য একটি User ID, Password এবং Application ID তৈরি হবে যা আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। উক্ত Application ID টি আবেদন ফি জমা প্রদানের সময় ব্যবহার করতে হবে এবং User ID ও Password ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ওয়েবসাইটে Login করে প্রার্থীর নিজস্ব Dashboard এ পরীক্ষার প্রবেশপত্রসহ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী পাওয়া যাবে। প্রার্থীকে রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড ৩ থেকে গ্রেড ৬ পর্যন্ত পদের প্রার্থীদের ৬০০/- (ছয়শত) টাকা (অফেরতযোগ্য) পরিশোধ করতে হবে। রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি পরিশোধের নিয়মাবলী ওয়েবসাইট উল্লেখিত নিয়োগ সংক্রান্ত শর্তাবলীতে পাওয়া যাবে।