১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের (ntrca) পরীক্ষার্থী ১৮ লাখ, প্রিলি পরীক্ষা ১৫ মার্চ ২০২৪ (শুক্রবার) আয়োজনের পরিকল্পনা। ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৫ মার্চ ২০২৪ (শুক্রবার) তারিখ অনুষ্ঠিত হবে। মার্চে পরীক্ষা গ্রহণের জন্য ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ ধরনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার পূর্ণ সময় এক ঘণ্টা। এ পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর ৪০। তিনটি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।
অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ অনুষ্ঠানের তারিখ সংক্রান্ত। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর অধীনে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এর প্রিলিমিনারি টেস্ট নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে www.ntrca.gov.bd বা http://ntrca.teletalk.com.bdওয়েবসাইট ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হল।
১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচি ২০২৪
১৮ তম শিক্ষক নিবন্ধন কবে হবে-
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৫ মার্চ ২০২৪ (শুক্রবার) আয়োজনের পরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ১৫ মার্চ (শুক্রবার) স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর এবং কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে চাচ্ছে সংস্থাটি। ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয়ার অপেক্ষায় আছেন। ২৪টি জেলায় শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হয়। প্রচলিতভাবে শুক্র ও শনিবার এ পরীক্ষা আয়োজন করা হয়। প্রথম দিনে স্কুল পর্যায়, সাধারণ স্কুল-২ এর পরীক্ষা ও কলেজ পর্যায়ের পরীক্ষা সাধারণত নেয়া হয়ে থাকে।
শিক্ষক নিবন্ধনের আবেদন করা প্রার্থীদের চূড়ান্তভাবে নিবন্ধিত হতে প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পরীক্ষায় অংশ নিতে হবে। ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ের এ পরীক্ষায় প্রতিটি বিষয় থেকে ২৫ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকে। দেশের ২৪টি জেলায় প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হবে। প্রিলিমিনারিতে নূন্যতম ৪০ নম্বর পাওয়া প্রার্থী শিক্ষক নিবন্ধনের পরবর্তী ধাপ লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পান। ১৮তম শিক্ষক নিবন্ধন থেকে শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ায় কিছু মৌলিক পরিবর্তন আনা হয়েছে। এতোদিন বিষয়ের ভিত্তিতে প্রার্থীরা নিবন্ধিত হলেও এবার থেকে এমপিও নীতিমালা অনুসারে পদের ভিত্তিতে প্রার্থীদের নিবন্ধিত করা হবে।