সরকারী যানবাহন অধিদপ্তর (dgt) এর বিভিন্ন পদের সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার তারিখ নির্ধারণ। পরীক্ষার তারিখঃ ১০, ১১ ও ১২ মার্চ ২০২৪। সরকারি যানবাহন অধিদপ্তরের ১৫-১৬ গ্রেডের (৩য় শ্রেণি) গাড়িচালক (গ্রেড-১৫ ও ১৬) শূন্য পদে নিয়োগের লক্ষ্যে বিভাগীয় নির্বাচন কমিটি কর্তৃক সুপারিশকৃত ২২৩ (দুইশত তেইশ) জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা ও ডোপ টেস্ট পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিম্নের বর্ণনানুযায়ী অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষা ও ডোট টেস্টের যাবতীয় ব্যয় প্রার্থী কর্তৃক পরিশোধ করতে হবে।
সরকারি যানবাহন অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪
সরকারি যানবাহন অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩
সরকারি যানবাহন অধিদপ্তর (dgt) এর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল। সরকারি যানবাহন অধিদপ্তরের গাড়িচালক (গ্রেড-১৫ ও ১৬) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল। জনপ্রশাসন মন্ত্রণালয়াধীন সরকারি যানবাহন অধিদপ্তরের গাড়িচালক (গ্রেড-১৫ ও গ্রেড-১৬) পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনপ্রশাসন মন্ত্রণালয়াধীন সরকারি যানবাহন অধিদপ্তরের গাড়িচালক (গ্রেড-১৫ ও গ্রেড-১৬) পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে এবং সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণপূর্বক নিম্নবর্ণিত রোলনম্বরধারী প্রার্থীগণকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচনপূর্বক ফলাফল প্রকাশ করা হলো। নিয়োগের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রার্থীগণের অনুকূলে নিয়োগপত্র প্রদান করা হবে।