শিক্ষক নিবন্ধন পাসের হার কত?

শিক্ষক নিবন্ধন নিয়ে জরুরি কিছু কথা।  ১৭তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার হয়েছিল ২০২০ সালের ২৩ জানুয়ারি। এরপর প্রায় ৪ বছর পর ১৮তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার হলো ২০২৩ সালের ০২ নভেম্বর। আবার কবে হবে আল্লাহ জানে। যেদিন হবে সেদিন হয়তো আবেদন করে আপনার খুব লাভ হবে না।

শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় ৪০ পেলেই পাস। অথচ বিগত বছরে নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় পাসের হার –

  • ১৬তম শিক্ষক নিবন্ধনে পাসের হার = ২৩.৮৩%
  • ১৭তম শিক্ষক নিবন্ধনে পাসের হার = ২৪.৮৯%

পাসের হার অনেক কম। তাই যার তার কথা না শুনে, হুদাই কোচিংয়ে বা বিভিন্ন কোর্সের পিছনে না দৌড়ে বাসায় ভালোভাবে ভালোভাবে প্রস্তুতি নিন। বিসিএস, প্রাইমারি, নিবন্ধন ও অন্যান্য প্রতিযোগিতামুলক পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে পড়ুন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

বিগত বছরের প্রশ্ন সবচেয়ে বেশি পাবেন ক্র্যাক এমসিকিউ বইয়ে। এই বইটা সংগ্রহ করে বাসায় সিলেবাস ধরে ধরে পড়তে থাকুন। কিছুদিন পর নিজেই নিজের পরিবর্তন দেখতে পারবেন। সবার জন্য শুভকামনা।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

১৭তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় লিখিত প্রশ্ন ২০২৩ – NTRCA School Written Question

১৭ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার স্কুল পর্যায় পরীক্ষা সারা দেশে এক জায়গায় একযোগে ৫ই …