এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ এর স্থানীয় সরকার শাখার ব্যবস্থাপনায় জেলার ইউনিয়ন পরিষদসমূহের ‘হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর’ এর ১২ (বারো)টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে ৫২৯ জন আবেদনকারীর লিখিত পরীক্ষা আগামী ০১ ডিসেম্বর ২০২৩ তারিখ যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর (জেকে এন্ড এইচকে) হাই স্কুল এন্ড কলেজ, হবিগঞ্জ ভেন্যুতে ১০:০০ ঘটিকা হতে ১১:০০ ঘটিকা পর্যন্ত (১ঘণ্টা) অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র টেলিটক, বাংলাদেশ লিমিটেড এর ওয়েব সাইট হতে প্রার্থীর আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অদ্য হতে ডাউনলোড করা যাবে। পরীক্ষা কেন্দ্রে অনুস্মরণীয় নির্দেশনা নিম্নরূপ।
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় পরীক্ষার সময়সূচি ২০২৩
পরীক্ষার্থীদের জন্য অবশ্য পালনীয় সাধারণ নির্দেশাবলি:
- ১. এই প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে।
- ২. প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
- ৩. লিখিত পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
- ৪. আবেদনপত্রের ছবির সাথে কোনো পরীক্ষার্থীর চেহারার মিল না থাকলে তাকে পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেয়া হবে না ।
- ৫. আবেদনপত্রের স্বাক্ষরের সাথে প্রার্থীর হাজিরা তালিকার স্বাক্ষরের মিল থাকতে হবে।
- ৬. পরীক্ষা কক্ষে প্রবেশপত্র এবং কলম/পেন্সিল/ইরেজার/স্কেল ব্যতীত কোনো বই, ব্যাগ, ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ইত্যাদি সাথে রাখা যাবে না।
- ৭. পরীক্ষা চলাকালে কোনো প্রকার অসদাচরণ অথবা অসদুপায় অবলম্বন করলে এবং পরীক্ষা গ্রহণ কাজে নিয়োজিত ইনভিজিলেটরসহ কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সাথে অসৌজন্যমূলক আচরণ করলে সংশ্লিষ্ট প্রার্থীর পরীক্ষা বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- ৮. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।
- ৯. ফলাফল/ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখসহ পরীক্ষার্থীদের জ্ঞাতব্য অন্যান্য তথ্য জেলা প্রশাসনের ওয়েব পোর্টাল (www.habiganj.gov.bd) ও এ কার্যালয়ের নোটিশ বোর্ড হতে জানা যাবে।
- ১০. নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।