গণযোগাযোগ অধিদপ্তর ড্রাইভার পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। গণযোগাযোগ অধিদপ্তরের শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে ড্রাইভার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ০৩ নভেম্বর ২০২৩ শুক্রবার গণযোগাযোগ অধিদপ্তরের সদর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি নিম্নরূপ। ব্যবহারিক পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বে প্রার্থীকে উপস্থিত থাকতে হবে। প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র ও ভারী মোটরগাড়ী চালানোর লাইসেন্স এর (মূলকপি) আবশ্যিকভাবে সঙ্গে আনতে হবে।