ক্রমিক নং-০১ এ বর্ণিত পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ক্রমিক নং-০২ ও ০৩ এ বর্ণিত পদে নিয়োগের ক্ষেত্রে প্রিলিমিনারি (প্রযোজ্য ক্ষেত্রে), লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ক্রমিক নং-০৪ ও ০৫ এ বর্ণিত পদে নিয়োগের ক্ষেত্রে প্রিলিমিনারি (প্রযোজ্য ক্ষেত্রে), লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
আবেদন লিংকঃ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আবেদনকারী প্রার্থীদের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) গ্রহণ করা হবে। পরবর্তীতে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার স্থান ও সময়সূচী পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের এসএমএস-এর মাধ্যমে অবহিত করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল পদের প্রিলিমিনারি পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) একই তারিখে একই সময়ে অনুষ্ঠিত হতে পারে। প্রিলিমিনারি, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি.এ./ডি.এ. প্রদান করা হবে না। নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।