প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১০ম গ্রেডের “উপসহকারী প্রকৌশলী, এস্টিমেটর ও ড্রাফটসম্যান”এর শূন্য পদে নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল । প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১০ম গ্রেডের “উপসহকারী প্রকৌশলী, এস্টিমেটর ও ড্রাফটসম্যান” এর শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ২৯ নভেম্বর ২০২২ তারিখে যথাক্রমে ৬২, ৬৩ ও ৬৪ নম্বর বিজ্ঞপ্তি জারি হয় । উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে গত ৩০ মে ২০২৩ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে নিম্নে উল্লেখিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীগণ সাময়িকভাবে [Provisionally ] উত্তীর্ণ হয়েছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩
লিখিত পরীক্ষার ফলাফল কমিশনের ওয়েবসাইটে [www.bpsc.gov.bd] এ পাওয়া যাবে । লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মূল আবেদনপত্র BPSC Form- 5A [ Applicant’s Copy] বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd থেকে ডাউনলোড করে নিম্নোক্ত কাগজপত্র/তথ্যাদিসহ আগামী ০৪ অক্টোবর ২০২৩ তারিখ হতে ১৭ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত [প্রতি কর্মদিবসে সকাল ১০:০০ টা থেকে অপরাহ্ন ৩:০০ টা পর্যন্ত] পরিচালক [ইউনিট- ১১] বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এর দপ্তরে হাতে হাতে অথবা ডাকযোগে জমা প্রদান করতে হবে।