বাংলাদেশ তাঁত বোর্ড ফিল্ড সুপারভাইজার পদের পরীক্ষার সময়সূচি ২০২৩

বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাতভুক্ত ১৩তম গ্রেডের মোট ২৮টি স্থায়ী শূন্যপদ পূরণের লক্ষ্যে ৩০.০৩.২০২৩ খ্রিঃ তারিখের স্মারক মোতাবেক টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে অনলাইনে এবং গত ০৪.০৭.২০১৯ খ্রিঃ তারিখের স্মারক অনুযায়ী অনলাইন ব্যতীত ম্যানুয়ালি প্রাপ্ত আবেদনসমূহের বিপরীতে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে গত ২৯.০৫.২০১৩ খ্রিঃ তারিখের স্মারকমূলে স্থগিতকৃত “ফিল্ড সুপারভাইজার” পদের প্রার্থীগণের লিখিত পরীক্ষা ঢাকার বিভিন্ন কেন্দ্রে নিম্নবর্ণিত সময়ে অনুষ্ঠিত হবে।

  • ফিল্ড সুপারভাইজার [গ্রেড-১৩]
  • ১৫ সেপ্টেম্বর ২০২৩খ্রিঃ, রোজ শুক্রবার
  • সকাল ১০:০০ ঘটিকা হতে সকাল ১১:৩০ মিনিট পর্যন্ত
  • লিংকঃ http://bhb.teletalk.com.bd

 

বাংলাদেশ তাঁত বোর্ড ফিল্ড সুপারভাইজার পদের পরীক্ষার সময়সূচি ২০২৩

image

সকল আবেদনকারীদের (অনলাইন ও অনলাইন ব্যতীত) ক্ষেত্রে ইতঃপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র বহাল থাকবে। প্রয়োজনে অনলাইনে আবেদনকৃত প্রার্থীগণ টেলিটকের ওয়েবসাইট (http://bhb.teletalk.com.bd) থেকে লিখিত
পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্ত পূর্বের প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। অনলাইন ব্যতীত ম্যানুয়ালি আবেদনকৃত প্রার্থীগণের অনুকূলে লিখিত পরীক্ষার প্রবেশপত্র তাঁদের আবেদনে উল্লিখিত ঠিকানায় ইতঃপূর্বে ডাকযোগে প্রেরণ করা হয়েছে; তাছাড়া, ম্যানুয়ালি আবেদনকৃত প্রার্থীগণ পাসপোর্ট সাইজের ছবি প্রদর্শনপূর্বক অফিস চলাকালীন সময়ে বাংলাদেশ তাঁত বোর্ডের প্রধান কার্যালয়ের প্রশাসন বিভাগ থেকেও প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রার্থীদের অনুকূলে ইস্যুকৃত প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

error: Content is protected !! Admin