জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্টের চাকরির পরীক্ষার ফলাফল প্রকাশ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট এর প্রভাষক (মেডিকেল) [৯ম গ্রেড], প্রভাষক (প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা) [৯ম গ্রেড] ও ফিল্ডট্রেনার [১১তম গ্রেড] পদের লিখিত পরীক্ষার ফলাফল।
প্রভাষক (মেডিকেল) [৯ম গ্রেড], প্রভাষক (প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা) [৯ম গ্রেড] ও ফিল্ডট্রেনার [১১তম গ্রেড] পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রার্থীদের BPSC Form- 5A (Applicant’s copy) সহ নিম্নোক্ত প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যাদির ১ (এক) সেট আগামী ০৩.০৯.২০২৩ তারিখ থেকে ১৭.০৯.২০২৩ তারিখ পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) প্রতিদিন সকাল ১০:০০ মিনিট হতে দুপুর ৩:৩০ মিনিট পর্যন্ত পরিচালক (ইউনিট-৭), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর হাতে হাতে অথবা ডাকযোগে জমা দিতে হবে। প্রত্যেক ডকুমেন্টস এর উপর অবশ্যই রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
নিপোর্ট প্রভাষক ও ফিল্ডট্রেনার পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৩