বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের “ট্রান্সপোর্ট সুপারভাইজার” (১০ম গ্রেড) (১০ম গ্রেড) পদে লিখিত পরীক্ষার কেন্দ্র, সময়সূচি, আসন ব্যবস্থা ও নির্দেশাবলি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের “ট্রান্সপোর্ট সুপারভাইজার” (১০ম গ্রেড) পদের অনলাইনে আবেদনকারী ৮৯ জন এবং “সিনিয়র স্টাফ নার্স/নার্স” (১০ম গ্রেড) পদের অনলাইনে আবেদনকারী ৩৮২ জন সহ মোট (৮৯+৩৮২)=৪৭১ জন প্রার্থীর লিখিত পরীক্ষা নিম্নোক্ত কেন্দ্রে বর্ণিত তারিখ, সময় ও আসন বিন্যাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি ২০২৩
কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে
ডাউনলোডকৃত প্রবেশপত্রসহ প্রার্থীদের বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের “ট্রান্সপোর্ট সুপারভাইজার” ও “সিনিয়র স্টাফ নার্স/নার্স” পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীদের অনুকূলে নতুন করে কোনো প্রবেশপত্র প্রেরণ করা হবে না।
কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হলে কমিশনের www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট
http://bpsc.teletalk.com.bd থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। কোনো পরীক্ষার্থীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের উল্লেখযোগ্য (Substantive) ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে উক্ত পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।