নিম্নলিখিত প্রার্থীরা অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় যোগ্য হয়েছেন। লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীরা পরীক্ষার জন্য ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে (ISSB) উপস্থিত হবে। 91তম BMA দীর্ঘ কোর্সের জন্য ISSB পরীক্ষা 05 জুলাই 2023 এ শুরু হবে। প্রার্থীদের তাদের পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখের জন্য নিয়মিতভাবে ISSB ওয়েবসাইট (www.issb-bd.org) দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। ISSB পর্যায়ক্রমে পৃথক কল-আপ চিঠিও ইস্যু করবে। যাইহোক, কোনো কারণে, যদি একজন প্রার্থী কল-আপ লেটার না পান, তাহলে তাকে ওয়েবসাইট (www.issb-bd.org)-এ দেওয়া নির্ধারিত তারিখে ISSB-এ রিপোর্ট করতে হবে। প্রার্থীদের অবশ্যই একই ওয়েবসাইটে ISSB-এর জন্য ‘স্পেসিমেন কল-আপ লেটার’ দেখতে হবে।
বাংলাদেশ আর্মি ৯৩ বিএমএ লং কোর্স লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪
বাংলাদেশ আর্মি ৯১ বিএমএ লং কোর্স লিখিত পরীক্ষার ফলাফল ২০২৩