২০তম গ্রেডে (৪র্থ শ্রেণি) কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষার ফলাফল। জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী ও এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ (সাধারণ প্রশাসন) এবং সার্কিট হাউজ, নোয়াখালী এর ১৮ (আঠারো)টি ২০তম গ্রেডের (৪র্থ শ্রেণি) শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে ০৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরসমূহ (মেধাক্রম অনুসারে নয়) নিম্নে প্রদত্ত হলো।
নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় পরীক্ষার ফলাফল ২০২৪
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ০৪/০২/২০২৪খ্রি. তারিখ সকাল ১০.০০টা থেকে জেলা প্রশাসকের কার্যালায়,নোয়াখালী’তে অনুষ্ঠিত হবে। উল্লিখিত রোল নম্বরধারী প্রার্থীদেরকে বর্ণিত তারিখ এবং সময়সূচি অনুসারে জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী’তে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলির ক্রমিক ৫নং এ বর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে। সকল সনদপত্রের ০২ (দুই) সেট সত্যায়িত অনুলিপি মৌখিক পরীক্ষা আরম্ভের পূর্বে আবশ্যিকভাবে দাখিল করতে হবে। এছাড়া, আবেদনপত্র এবং প্রবেশপত্রের রঙ্গিন প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। পরীক্ষার দিন নির্ধারিত সময়ের ন্যূনতম ১৫ মিনিট পূর্বে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।