বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ পরীক্ষার কেন্দ্র তালিকা ২০২৪ – BHB Seat Plan

বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাতের ৯-১১তম গ্রেডের ০৩ ক্যাটাগরির মোট ০৩টি স্থায়ী শূন্যপদ পূরণের লক্ষ্যে 30.03.2023 খ্রিঃ তারিখের ২৪.০৫.0000.511.11.002.22-১৯৩ নং স্মারক মোতাবেক টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহের বিপরীতে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে লিখিত পরীক্ষা নিম্নবর্ণিত কেন্দ্রে ও সময়ে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে। পরীক্ষাটি ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রের অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে যোগ্য প্রার্থীদের মেসেজ প্রদান শুরু হয়েছে। আপনার প্রদানকৃত মেসেজ থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ পরীক্ষার কেন্দ্র তালিকা ২০২৪ – BHB Seat Plan

 

‘ফিল্ড সুপারভাইজার’ পদের লিখিত পরীক্ষার নোটিশ বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাতভুক্ত ১৩তম গ্রেডের মোট ২৮টি স্থায়ী শূন্যপদ পূরণের লক্ষ্যে 30.03.2023 খ্রিঃ তারিখের স্মারক মোতাবেক টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে অনলাইনে এবং গত ০৪.০৭.২০১৯ খ্রিঃ তারিখের স্মারক অনুযায়ী অনলাইন ব্যতীত ম্যানুয়ালি প্রাপ্ত আবেদনসমূহের বিপরীতে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ‘ফিল্ড সুপারভাইজার’ পদের প্রার্থীগণের লিখিত পরীক্ষা ঢাকার বিভিন্ন কেন্দ্রে নিম্নবর্ণিত সময়ে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ তাঁত বোর্ড MCQ পরীক্ষার সময়সূচি ২০২৪

বাংলাদেশ তাঁত বোর্ড পরীক্ষার তথ্যঃ

  • পদের নামঃ ফিল্ড অফিসার
  • পরীক্ষার তারিখঃ ০৩ জুন ২০২৩ তারিখ
  • এডমিট কার্ড ডাউনলোড লিংকঃ http://bhb.teletalk.com.bd

 

অনলাইনে আবেদনকৃত প্রার্থীগণ টেলিটকের ওয়েবসাইট (http://bhb.teletalk.com.bd/bhb new / admitcard/) থেকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। অনলাইন ব্যতীত ম্যানুয়ালি আবেদনকৃত প্রার্থীগণের অনুকূলে লিখিত পরীক্ষার প্রবেশপত্র তাঁদের আবেদনে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হয়েছে; তাছাড়া, ম্যানুয়ালি আবেদনকৃত প্রার্থীগণ পাসপোর্ট সাইজের ছবি প্রদর্শনপূর্বক অফিস চলাকালীন সময়ে বাংলাদেশ তাঁত বোর্ডের প্রধান কার্যালয়ের প্রশাসন বিভাগ থেকেও প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রার্থীদের অনুকূলে ইস্যুকৃত প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।

 

BHB-Admit

 

বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২৩ – BHB Admit

 

সাধারণ নির্দেশনাঃ

1. আপনাকে অবশ্যই মুখোশ পরতে হবে এবং সরকারের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি নির্দেশিকা বজায় রাখতে হবে।
2. প্রার্থীদের অবশ্যই অ্যাডমিট কার্ড আনতে হবে এবং ডিউটিতে থাকা ইনভিজিলেটরকে দেখাতে হবে।
3. মোবাইল ফোন বা ক্যালকুলেটর বা ইলেকট্রনিক ঘড়ি সহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস আনা কঠোরভাবে নিষিদ্ধ।
4. অনুগ্রহ করে শুধুমাত্র কালো বলপয়েন্ট কলম আনুন। পেন্সিল ব্যবহার অনুমোদিত নয়।

5. পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার হলে পৌঁছাতে হবে।
6. এই প্রবেশপত্রে থাকা 6টি ছবি জমা দেওয়া আসল আবেদনপত্রের সাথে যাচাই করা হবে।
7. অন্যায্য পন্থা অবলম্বনকারী কোনো প্রার্থীর বিরুদ্ধে যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষ সব অধিকার সংরক্ষণ করে।
8. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ গ্রহণযোগ্য হবে না।
9. এই প্রবেশপত্রটি লিখিত/ভিভা-ভোস পরীক্ষার প্রবেশপত্র হিসাবে বিবেচিত হবে।

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

DC Office Job Circular ডিসি অফিস

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৪

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল কিভাবে জানবেন? আপনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের ফলাফল …