স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের “সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার” (গ্রেড-১) পদের Standard Aptitude Test পরীক্ষার ফলাফল। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের “সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার” (গ্রেড-৯) পদের প্রার্থীদের Standard Aptitude Test পরীক্ষা গত ১০.০৩.২০২৪ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত Standard Aptitude Test এ নিম্নে উল্লিখিত রেজিঃ নম্বরধারী প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছেন এবং মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, প্রকাশিত ফলাফলে কোনো কারণে সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার নিয়োগ ফলাফল ২০২৪
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)’র অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার ও অফিস সহায়ক পদে সরাসরি নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষার ফলাফল, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সয়মসূচী। এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীনস্থ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার ও অফিস সহায়ক পদে সরাসরি নিয়োগের নিমিত্ত ২০ মে ২০২৩ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী নিম্নরূপ।
ntmc Result – ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩
প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় মূল প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্রসহ সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি আনতে হবে। এজন্য প্রার্থীদের আলাদাভাবে কোন প্রবেশপত্র প্রেরণ করা হবে না। প্রার্থীদের পূর্বে প্রদেয় লিখিত পরীক্ষার প্রবেশপত্রের নির্দেশনাবলি অনুসরণ করার জন্য বলা হলো।