সমবায় অধিদপ্তরের ইনস্পেক্টর পদের (MCQ) পরীক্ষার প্রশ্ন। তারিখ:১৯-০৫-২০২৩
১. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১ হেক্টর হলে এর পরিধি- ৪০০ মিটার।
২. ১২৪ ও ১৪৫টি লিচু সমানভাগে ভাগ করে দেওয়া যাবে- ৫ জনকে।
৩. ৩দিনে একটি কাজের ১/১৮ অংশ শেষ হলে ঐ কাজের ৪গুণ কাজ করতে ২১৬ দিন লাগবে।
৪. ৫০ হতে ১০৩ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা- ১২টি।
৫. ১৮ ও ৭২ এর গুনোত্তর গড়- ৩৬
৬. শূন্য সংখ্যার আদি ধারণা- ভারতের।
৭. ১০০ টাকায় ৫০টি লেবু কিনে ১০০ টাকায় ২৫টি বিক্রি করলে- ১০০% লাভ হবে।
৮. x4 – x2 -1=0 হলে x2-1/x2= ans- 1
৯. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৫১ হলে বড় সংখ্যাটি- ১২৬
১০. a2-b2, a3-b3, a4+a2b2+b4 এর গ.সা.গু=1
১১. মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্যের উৎস- রামায়ণ
১২. অয়ন শব্দের অর্থ- পথ
১৩. বিষের আলোয় বিশ্ব জুড়ে- করণে ৭মী
১৪. বীরবল ছদ্মনামে লিখতেন- প্রমথ চৌধুরী
১৫. বন্য শব্দের চলিত রূপ- বুনো
১৬. সিডর- সিংহলী ভাষার শব্দ
১৭. শুদ্ধ শব্দ- প্রাণী
১৮. সূর্য এর প্রতিশব্দ- আদিত্য
১৯. শংকা এর সন্ধি বিচ্ছেদ- শম্+কা
২০. লাজ- বিশেষ্য শব্দ
২১. সাফারী পার্ক- জীব জন্তুর অভয়ারণ্য
২২. দেশের প্রথম মেট্রোরেল চালু হয় ২৮ ডিসেম্বর ২০২২
২৩. যুক্তফ্রন্ট গঠিত হয়- ১৯৫৩ সালের ০৪ ডিসেম্বর
২৪. যুক্তরাজ্যের আইন চিরাচরিত রীতি ও প্রথা নির্ভর।
২৫. আলীবাবা- চীনের ব্যবসা প্রতিষ্ঠান
২৬. মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাটক- পায়ের আওয়াজ পাওয়া যায়
৩৭. বাংলাদেশে মুক্তিযুদ্ধে সেক্টর ছিল- ১১টি
৩৮. বঙ্গবন্ধু ১৯৫৪ সালে মন্ত্রীসভায় প্রথম সদস্য নির্বাচিত হন। ৩৯. তাস রাশিয়ার সংবাদ সংস্থা
৪০. ইন্টারপোলের সদরদপ্তর- লিও, ফ্রান্স
৪১. অবিনাশী শব্দের সমার্থক শব্দ- ক্ষণস্থায়ী
৪২. সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয়- সৃজ+তি
৪৩. বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর- চট্টগ্রাম
৪৪. ছয়দফার প্রথম দফা- প্রাদেশিক সায়ত্ত্বশাসন
৪৫. বিদ্যুৎ ছাড়া অচল
৪৬. পঞ্চম ড্রাগনের দেশ- তাইওয়ান
৪৭. একটি ট্রেন ঘণ্টায় ৪৮ কি.মি বেগে চলে। ট্রেনটি ২২০ মিটার প্লাটফর্ম অতিক্রম করতে ৩০ সেকেন্ড লাগে- ট্রেনের দৈর্ঘ্য- ১৮০ মিটার।
49. The police looking into the case.
50. We reached until the place took off.