সমবায় অধিদপ্তর ইনস্পেক্টর পদের প্রশ্ন সমাধান ২০২৩

সমবায় অধিদপ্তরের ইনস্পেক্টর পদের (MCQ) পরীক্ষার প্রশ্ন। তারিখ:১৯-০৫-২০২৩
১. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১ হেক্টর হলে এর পরিধি- ৪০০ মিটার।
২. ১২৪ ও ১৪৫টি লিচু সমানভাগে ভাগ করে দেওয়া যাবে- ৫ জনকে।
৩. ৩দিনে একটি কাজের ১/১৮ অংশ শেষ হলে ঐ কাজের ৪গুণ কাজ করতে ২১৬ দিন লাগবে।
৪. ৫০ হতে ১০৩ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা- ১২টি।
৫. ১৮ ও ৭২ এর গুনোত্তর গড়- ৩৬
 
৬. শূন্য সংখ্যার আদি ধারণা- ভারতের।
৭. ১০০ টাকায় ৫০টি লেবু কিনে ১০০ টাকায় ২৫টি বিক্রি করলে- ১০০% লাভ হবে।
৮. x4 – x2 -1=0 হলে x2-1/x2= ans- 1
৯. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৫১ হলে বড় সংখ্যাটি- ১২৬
১০. a2-b2, a3-b3, a4+a2b2+b4 এর গ.সা.গু=1
 
১১. মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্যের উৎস- রামায়ণ
১২. অয়ন শব্দের অর্থ- পথ
১৩. বিষের আলোয় বিশ্ব জুড়ে- করণে ৭মী
১৪. বীরবল ছদ্মনামে লিখতেন- প্রমথ চৌধুরী
১৫. বন্য শব্দের চলিত রূপ- বুনো
 
১৬. সিডর- সিংহলী ভাষার শব্দ
১৭. শুদ্ধ শব্দ- প্রাণী
১৮. সূর্য এর প্রতিশব্দ- আদিত্য
১৯. শংকা এর সন্ধি বিচ্ছেদ- শম্+কা
২০. লাজ- বিশেষ্য শব্দ
 
২১. সাফারী পার্ক- জীব জন্তুর অভয়ারণ্য
২২. দেশের প্রথম মেট্রোরেল চালু হয় ২৮ ডিসেম্বর ২০২২
২৩. যুক্তফ্রন্ট গঠিত হয়- ১৯৫৩ সালের ০৪ ডিসেম্বর
২৪. যুক্তরাজ্যের আইন চিরাচরিত রীতি ও প্রথা নির্ভর।
২৫. আলীবাবা- চীনের ব্যবসা প্রতিষ্ঠান
 
২৬. মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাটক- পায়ের আওয়াজ পাওয়া যায়
৩৭. বাংলাদেশে মুক্তিযুদ্ধে সেক্টর ছিল- ১১টি
৩৮. বঙ্গবন্ধু ১৯৫৪ সালে মন্ত্রীসভায় প্রথম সদস্য নির্বাচিত হন। ৩৯. তাস রাশিয়ার সংবাদ সংস্থা
৪০. ইন্টারপোলের সদরদপ্তর- লিও, ফ্রান্স
 
৪১. অবিনাশী শব্দের সমার্থক শব্দ- ক্ষণস্থায়ী
৪২. সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয়- সৃজ+তি
৪৩. বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর- চট্টগ্রাম
৪৪. ছয়দফার প্রথম দফা- প্রাদেশিক সায়ত্ত্বশাসন
৪৫. বিদ্যুৎ ছাড়া অচল
 
৪৬. পঞ্চম ড্রাগনের দেশ- তাইওয়ান
৪৭. একটি ট্রেন ঘণ্টায় ৪৮ কি.মি বেগে চলে। ট্রেনটি ২২০ মিটার প্লাটফর্ম অতিক্রম করতে ৩০ সেকেন্ড লাগে- ট্রেনের দৈর্ঘ্য- ১৮০ মিটার।
49. The police looking into the case.
50. We reached until the place took off.

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৪

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২। অফিস সহকারী কাম কম্পিউটার পদের প্রশ্ন সমাধান। …