৪৫ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান দেখুন নিচের ছবিতে। আজ ১৯ মে ২০১৩ তারিখ বিভাগীয় শহরে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব নির্ধারিত এবং নিয়ম অনুযায়ী পরীক্ষাটি শুরু হয় সকাল ১০ টা থেকে এবং শেষ হয় দুপুর ১২ টায়। যার পূর্ণমান ছিল ২০০ এবং সময় ছিল ২ ঘন্টা এবং নেগেটিভ মার্কিন ছিল ০.৫০। ৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি টেস্টের (MCQ Type) প্রশ্ন সমাধান প্রকাশ। ৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২৩ MCQ পরীক্ষা আজ ১৯.০৫.২০২৩ তারিখ, শুক্রবার, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
উত্তরপত্রের ৪টি সেট ছিলো, যেমন সেট ১, ২, ৩ ও ৪। ৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি টেস্টের [MCQ Type] OMR উত্তরপত্রের ২টি অংশ ছিলৈা। প্রথম অংশে প্রার্থীর নাম, রেজিস্ট্রেশন নম্বর, সেট নম্বর এবং স্বাক্ষরের স্থান। দ্বিতীয় অংশে ২০০ (দুইশত) টি উত্তর প্রদানের জন্য ১-২০০ পর্যন্ত ক্রম অনুযায়ী বৃত্তসমূহ। এ পরীক্ষায় মোট ২০০ (দুইশত) টি MCQ Type প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১ (এক) নম্বর পাবেন তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ [শূন্য দশমিক পাঁচ শূন্য] নম্বর করে কাটা হবে।
৪৫তম বিসিএস প্রশ্ন সমাধান ২০২৩
Math Solution:
English Solution:
Bangla Solution:
৪৫তম বিসিএস প্রশ্ন ২০২৩ দেখুন নিচের ছবিতে
প্রার্থীদের বিশেষভাবে সতর্ক করা হলো যে, উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর ঠিকভাবে না লিখলে এবং ঠিকভাবে বৃত্ত পূরণ না করলে, কোনরূপ কাটাকাটি করলে, উত্তরপত্রে ফ্লুইড লাগালে, কোনরূপ সাংকেতিক চিহ্ন প্রদান করলে ৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২২ এর বিজ্ঞপ্তির ২৩.২ নম্বর অনুচ্ছেদের শর্তানুযায়ী ৪৫তম বি.সি.এস. পরীক্ষার প্রার্থিতা বাতিল হবে।