কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১০ম গ্রেডভুক্ত জুনিয়র ইন্সট্রাক্টর-ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদের প্রার্থীদের এম.সি.কিউ. ধরনের লিখিত পরীক্ষার ফলাফল।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১০ম গ্রেডভুক্ত ‘জুনিয়র ইন্সট্রাক্টর/ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর’ পদের প্রার্থীদের এম.সি.কিউ. ধরনের লিখিত পরীক্ষার ফলাফল। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১০ম গ্রেডভুক্ত ‘জুনিয়র ইন্সট্রাক্টর/ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর’ পদে 18.03.2023 তারিখে অনুষ্ঠিত এম.সি.কিউ. ধরণের লিখিত পরীক্ষায় নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছেন।
পলিটেকনিক ইন্সটিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩
২. এম.সি.কিউ. ধরণের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে আগামী ২৮.০৫.২০১৩ থেকে ১৫.০৬.২০২৩ তারিখের মধ্যে অফিস চলাকালীন সকাল ১০:০০ টা থেকে বেলা ৩:০০ মিনিট পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিম্নোক্ত কাগজপত্র/ডকুমেন্টস এর ০১ (এক) সেট সত্যায়িত ছায়ালিপি পরিচালক (ইউনিট-৯), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা বরাবর ডাকযোগে কিংবা সরাসরি জমা দিতে হবে:
- (ক) BPSC Form-5A (Applicant’s Copy) ও প্রবেশপত্র;
- (খ) বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে অর্জিত শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদ;
- (গ) “ও” লেভেল এবং “এ” লেভেল ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সম্বলিত সনদ। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;
(ঘ) বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদ; - (ঙ) সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে ইস্তফাদানকারী অথবা অপসারিত ব্যক্তিদের ক্ষেত্রে ইস্তফাপত্র গ্রহণ অথবা অপসারণ আদেশ;
- (চ) সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্র;
- (ছ) আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা ব্যবহার করা হলে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে সাবেক ও বর্তমান উভয় ঠিকানার সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর/পৌর মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদ;
- জ) অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে);
- (ঝ) জাতীয় পরিচয়পত্র (NID) ও নাগরিকত্ব সনদ;
- (ঞ) পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি সত্যায়িত রঙ্গিন ছবি;
(ট) সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির ২ (খ) নং অনুচ্ছেদের শর্ত মোতাবেক মুক্তিযোদ্ধা সম্পর্কিত কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে); এবং - (ঠ) প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক জারিকৃত প্রতিবন্ধী সনদ/পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
৩. উল্লেখ্য, কোনো প্রার্থী উক্ত তারিখের মধ্যে উল্লিখিত কাগজপত্র/ডকুমেন্টস সরাসরি কিংবা ডাকযোগে জমা দিতে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। ডাকযোগে প্রেরিত কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যেই কর্ম কমিশনে পৌঁছাতে হবে।
৪. কোনো প্রার্থী একাধিক পদে উত্তীর্ণ হলে, প্রার্থীকে সকল পদের জন্য সকল ডকুমেন্টসসহ পৃথক পৃথক মূল আবেদনপত্র BPSC Form-5A (Applicant’s Copy) জমা দিতে হবে। প্রার্থী উত্তীর্ণ কোনো পদে মূল আবেদনপত্র BPSC Form-5A (Applicant’s Copy) জমা না দিলে ঐ পদে তার মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না ।
৫. একাধিক পদে উত্তীর্ণ প্রার্থীকে পদনামের পছন্দক্রম অবশ্যই মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। পরবর্তীতে পছন্দক্রম কোন অবস্থাতেই পরিবর্তন করা যাবে না।
৬. কোনো প্রার্থীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের গুরুতর (substantive) ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।
৭. BPSC Form-5A (Applicant’s Copy) ও প্রবেশপত্র কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লি: এর ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে ডাউনলোড করে প্রিন্ট করা যাবে।
৮. মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি ও বিস্তারিত তথ্যাবলি পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।