অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ প্রসঙ্গে। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রস্তুতের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। গত ১৭/০১/২০২৩ খ্রি. তারিখ অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী পদে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃক এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নপূর্বক প্রার্থীর প্রাপ্ত নম্বরের সাথে মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর যুক্ত করে খসড়া ফলাফল প্রস্তুতের জন্য বুয়েট বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। কিন্তু নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি মামলা চলমান থাকায় চূড়ান্ত ফলাফল প্রকাশ বিলম্বিত হচ্ছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩
মামলার বাদীপক্ষের সাথে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পক্ষ হতে যোগাযোগ করা হয়েছে। পক্ষগণ মামলা প্রত্যাহারের জন্য লিখিত আবেদন দিয়েছেন। আগামী ১৫-০৫-২০২৩ তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের আপীল বিভাগে এ সংক্রান্ত শুনানি হবে। আদালত কর্তৃক মামলা প্রত্যাহারের আবেদন গ্রহণপূর্বক মামলা নিষ্পত্তির জন্য আদেশ প্রদান করা হলে দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ করা হবে।