ঈশ্বরদী ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ডের অধীন ঈশ্বরদী ইপিজেড মেডিকেল সেন্টারে নিম্নবর্ণিত শূন্য স্থায়ী পদে ০২ জন সিনিয়র স্টাফ নার্স, ০১ জন ল্যাব টেকনিশিয়ান এবং ০১ জন রেডিওগ্রাফার নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
দরখাস্ত আগামী ০৭/০৫/২০১৩ ইং তারিখের মধ্যে ডাক যোগে সদস্য সচিব, ঈশ্বরদী ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাষ্ট্রি বোর্ড, ঈশ্বরদী ইপিজেড, পাকশী, পাবনা বরাবরে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌছাতে হবে। উল্লেখিত তারিখের পর ডাক যোগে অথবা অন্য কোন উপায়ে প্রেরিত আবেদনপত্রসমূহ গ্রহণ করা হবে না।
ঈশ্বরদী ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
সরকার নির্ধারিত চাকুরীর আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে। আবেদন ফর্মের নমুনা বেপজার website: www.bepza.gov.bd থেকে ডাউনলোড করা যাবে । আবেদনপত্রের সাথে যে কোন তফসিল ব্যাংক হতে IEPZ-MCTB পাক্শী, ঈশ্বরদী, পাবনা এর অনুকুলে ৪০০/- (চারশত) টাকার ব্যাংক ড্রাফট/পে অর্ডার সংযুক্ত করতে হবে । দরখাস্তের খামের উপর প্রার্থিত পদের নাম এবং নিজ জেলার নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে ।