স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের মেডিকেল টেকনিশিয়ান (ইসিজি / এনেসথেসিয়া/ ডায়ালাইসিস/ বায়োমেডিকেল/ ইটিটি/পারফিউশনিষ্ট/ সিমুলেটর/ অর্থোপেডিক্স/ ইকো) এবং কার্ডিওগ্রাফার পদের ১৫.০৪.২০২৩ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের রোল নম্বর (রোল ক্রমানুসারে) নিম্নরূপ।
মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে বিবেচিত কোন প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, নির্ধারিত ডকুমেন্টস/ সনদ/প্রত্যয়ন উপস্থাপন না করলে, প্রতারনার আশ্রয় নিলে, কোন ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় তথ্য গোপন করলে, জাল সার্টিফিকেট উপস্থাপন করলে, বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের কোন অংশ টেম্পারিং বা পরিবর্তন করলে এবং আবেদনপত্রে গুরুতর কোন ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী উক্ত প্রার্থীর প্রার্থীতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইটে (www.dghs.gov.bd) প্রকাশ করা হবে।
DGHS Panel (Waiting List) Result 2024
স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনিশিয়ান ফলাফল ২০২৩ pdf download
