অনার্স অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্যারিয়ার ও চাকরির প্রস্তুতি

যারা অনার্সে অধ্যয়নরত আছেন তাদের জন্য পোস্ট। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। নিজেকে তৈরি করুন। ভালো ক্যারিয়ার হলে সবই হবে একদিন। নিজের জন্য হলেও প্রচুর পড়াশোনা করুন। প্রথমে একাডেমিক পড়াশোনা ভালো ভাবে পড়ুন। তারপর সময় পেলে চাকরির জন্য পড়াশোনা করুন। এভাবে পড়তে পারেন। অনার্স ১ম বর্ষে মনে করুন বাংলা শেষ করলেন। তারপর ২য় বর্ষে গণিত। এভাবে ধাপে ধাপে প্রতি ইয়ারে একটা করে বিষয় শেষ করলে এক সময় অনার্স শেষ হয়ে গেলে আপনে অনেক এগিয়ে থাকবেন। কোন কোন বই গুলো পড়বেন। আমার জ্ঞানে যতটুক ধরে ততটুকু বলি।

 

বাংলাঃ ৯-১০ শ্রেণীর বাংলা ২য় বোর্ড বই + জর্জ সিরিজ।
English: Master/ English for competitive exam md fazlul Haque sir এর বই। + জর্জ সিরিজ।
Literature: Miracle ( ২ * আর ৩ * গুলো দেখবেন।
ম্যাথঃ শাহীন ম্যাথ/ খায়রুল বেসিক ম্যাথ+ ৮ম,৯ম শ্রেণির সাধারণ গণিত + উচ্চতর গণিত + জর্জ সিরিজ
কম্পিউটারঃ Easy computer/ জয়কলি সিরিজ এর বই।
ভূগোলঃ Zero Method ( নীলক্ষেত পাবেন বইটা) + জর্জ সিরিজ, বাংলাদেশ প্রফেসর..সিরিজ+ ওরাকল
আন্তর্জাতিকঃ জর্জ সিরিজ
মানসিক দক্ষতাঃ Khairul + ওরাকল সিরিজ। আন্তর্জাতিক ববাচাই করে পড়তে হবে। কম্পিউটার বাচাই করে পড়তে হবে।
সংবিধানঃ আরিফ খান, প্রফেসর জব সলুশন পড়িয়েন।

আর ২ টা মানচিত্র কিনেন জাহিদ সোহেল স্যার এর। বাংলাদেশ ও আন্তজার্তিক আর প্রতিদিন কমপক্ষে ৮ ঘন্টা পড়তে হবে। আর আমার এই লেখা কারো ভালো না লাগলে এড়িয়ে যেতে পারেন। আর উপকৃত হলে ধন্যবাদ টা দিয়েন ইনশাআল্লাহ একদিন ভালো কিছু হবে। সবার জন্য দোয়া রইলো।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি নীতিমালা ২০২৪

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি নীতিমালা প্রকাশ। বিএসসি ইন নার্সিং(৪ বছর), ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স …