KRISHI GOBESHONA FOUNDATION. A non-profit foundation for sustainable support to agricultural research & development Established 2007 (Company Act.Reg. No.C-684(05)07। কৃষি গবেষণা ফাউন্ডেশন এর নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে আবেদন আহ্বান করা যাইতেছে।
কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
নিয়োগের শর্তাবলীঃ নিয়োগ যোগ্যতা ও অভিজ্ঞতা
(১) আবেদনকারীগণকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হইবে
(২) আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত রহিয়াছে আবেদনে হুবহু সেইভাবে লিখিতে হইবে
(৩) বয়স সীমা:
- (ক) বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে উল্লেখিত বয়স সীমার ঊর্ধ্বে নহে।
- (খ) কেজিএফ এর বিভাগীয় প্রার্থী হিসাবে প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতা শিথিলযোগ্য।
(৪) চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে
(৫) প্রার্থীকে অবশ্যই আগামী ২৫/০৪/২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে চেয়ারম্যান, নিয়োগ কমিটি, কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ), এআইসি বিল্ডিং, ৪র্থ তলা, বিএআরসি ক্যাম্পাস, ফার্মগেট, ঢাকা-১২১৫ বরাবরে দরখাস্ত করিতে হইবে
(৬) আবেদন পত্রের সাথে অবশ্যই সদ্য তোলা পিপি সাইজের ২ (দুই) কপি ছবি সংযুক্ত করিতে হইবে
(৭) লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না
(৮) মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করিতে হইবে
(৯) জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করিতে হইবে
(১০) কর্তৃপক্ষ বিজ্ঞাপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞাপ্তি বাতিল করিবার অধিকার সংরক্ষণ করিবেন
( ১১ ) নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।