বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিরানী, সাভার, ঢাকা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নিম্নে বর্ণিত শূন্য পদসমূহে লোক নিয়োগের নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। (বিকেএসপি) রাজস্ব খাতভূক্ত স্থায়ী, দৈনিক সম্মানীভিত্তিক ও তৃণমূল কার্যক্রমে নিমিত্ত প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
বিকেএসপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
১. স্ব-হস্তে লিখিত নির্ধারিত ফরমে আবেদনকারীর সাম্প্রতিক সময়ের (তিন) কপি (ax৫ সে.মি) সাইজের সত্যায়িত ছবিসহ মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা-এর বরাবরে আগামী ২০
এপ্রিল,২০২৩ তারিখের মধ্যে ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বাক্সে ( অফিস চলাকালীন সময়ে) পৌঁছাতে হবে। নির্ধারিত ভারিখের পরে কোন আবেদনপত্র গ্রহনযোগ্য হবে না।
- (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) কোন স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।
২. প্রতিষ্ঠানের চাকুরীতে নিয়োজিত রয়েছেন এরূপ বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
৩. চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
8. ০১ মে, ২০২৬ তারিখে প্রার্থীর বয়স আবেদনে উল্লেখ করতে হবে।
৫. খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
৬. ক্রমিক নং ১-৩ পর্যন্ত বর্ণিত পদের অনুকূলে আবেদনকারীকে ২০০/- (দুইশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এবং ক্রমিক নং ৪
পদের অনুকূলে আবেদনকারীকে ১০০/- (একশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট, উত্তরা ব্যাংক লিঃ -এর যে কোন শাখা হতে
মহাপরিচালক, বিকেএসপি -এর অনুকূলে দরখাস্তের সাথে জমা দিতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গন্য হবে৷
৭. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও সৌখিক পরীক্ষায় আহ্বান করা হবে। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত
যোগ্যতার ও অন্যান্য সকল সনদের মূল কপি দেখাতে হবে।
৮. প্রযোজ্য ক্ষেত্রে মহিলা কোটা, উপজাতীয় কোটা, মুক্তিযোদ্ধাগণের সন্তানদের জন্য নির্ধারিত কোটা এবং এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীদের নির্ধারিত কোটা সংরক্ষণ করা হবে। তবে সকল ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সনদপত্র দরখাস্তের সাথে পেশ করতে হবে।
০৯. আবেদন ফরম বিকেএসপির ওয়েব সাইট (www.bksp.gov.bd) এ পাওয়া যাবে।
১০. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।