কোর্ট পরিদর্শক পদের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি। দুর্নীতি দমন কমিশনের কোর্ট পরিদর্শক -এর শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময়ে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ১ সেগুনবাগিচা, ঢাকায় অনুষ্ঠিত হবে।
দুর্নীতি দমন কমিশনের কোর্ট পরিদর্শক পদের মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২৩
মৌখিক পরীক্ষা গ্রহণের সময় দুর্নীতি দমন কমিশনের গত ১১/০৫/২০২২ তারিখের স্মারকে জারিকৃত ‘নিয়োগ বিজ্ঞপ্তি’র ১৫(ক)-এর শর্তানুযায়ী নিয়োগ প্রার্থীদের
- (১) শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র
- (২) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের কমিশনার/মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব মূল সনদপত্র
- (৩) প্রথম শ্রেণির গেজেটেড সরকারি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, মুক্তিযোদ্ধা, শারীরিক প্রতিবন্ধীসহ অন্যান্য কোটা সংক্রান্ত মূল সনদপত্র/প্রয়োজনীয় কাগজপত্র
- (৪) জাতীয় পরিচয়পত্র (আবশ্যিক)/জন্ম নিবন্ধনপত্রসহ প্রযোজ্য অন্যান্য সনদ/প্রত্যয়নপত্রের মূলকপি আনতে হবে।
তাছাড়া চাকরিরত ব্যক্তিদের মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/সংস্থার অনাপত্তি পত্র সাক্ষাৎকারের সময় দাখিল করতে হবে; অন্যথায় সাক্ষাৎকার গ্রহণ করা হবে না। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, মহিলা, এতিম, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। এছাড়া প্রার্থীর পাসপোর্ট সাইজের সত্যায়িত ২ কপি রঙিন ছবি, প্রবেশপত্র ও আবেদনপত্রের কপিসহ প্রয়োজনীয় সকল কাগজপত্রের একটি সেট মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।
বিঃ দ্রঃ দুর্নীতি দমন কমিশনের নিয়োগ পরীক্ষায় কাউকে ঘুষ দিবেন না। কারো দ্বারা প্রতারিত হবেন না। কেউ ঘুষ চাইলে, তাৎক্ষণিকভাবে দুদকের অভিযোগ কেন্দ্র ১০৬-এ অভিযোগ জানান। এ নিয়োগ শতভাগ সততা ও স্বচ্ছতার সাথে অনুষ্ঠিত হচ্ছে।