বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগ নিয়োগের ‘প্রটোকল অফিসার’, ‘গণসংযোগ কর্মকর্তা’ ও ‘প্রধান বিচারপতির সহকারী একান্ত সচিব’ পদে লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২২। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের ‘প্রটোকল অফিসার’ পদের লিখিত পরীক্ষা (প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ১০২ জনের) আগামী ০৮/০৪/২০২৩ খ্রিঃ তারিখ রোজ শনিবার সকাল ৯:০০ ঘটিকা হতে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ সুপ্রীম কোর্টের নির্বাচিত এজলাস কক্ষে অনুষ্ঠিত হবে ।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের ‘গণসংযোগ কর্মকর্তা’ এবং ‘প্রধান বিচারপতির সহকারী একান্ত সচিব পদের লিখিত পরীক্ষা (যথাক্রমে ১৪৪ জন ও ১৭৫ জন প্রার্থীর) আগামী ০৯/০৪/২০২৩ খ্রিঃ তারিখ রোজ রবিবার সকাল ৯:০০ ঘটিকা হতে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ সুপ্রীম কোর্টের নির্বাচিত এজলাস কক্ষে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের কক্ষ নম্বর ও আসন বিন্যাস বাংলাদেশ সুপ্রীম কোর্টের ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে আগামী ০৫/০৪/২০২৩ খ্রিঃ তারিখে প্রদর্শন করা হবে ।
পরীক্ষা সংক্রান্ত তথ্যঃ
- ‘প্রটোকল অফিসার’ পদের পরীক্ষাঃ ০৮/০৪/২০২৩ খ্রিঃ
- ‘গণসংযোগ কর্মকর্তা’ পদের পরীক্ষাঃ ০৯/০৪/২০২৩ খ্রিঃ
- ‘প্রধান বিচারপতির সহকারী একান্ত সচিব পদের পরীক্ষাঃ ০৯/০৪/২০২৩ খ্রিঃ
- প্রতিটি পরীক্ষাঃ সকাল ৯:০০ ঘটিকা হতে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত
বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগ নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২৩
পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলিঃ
(ক) পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বই, ক্যালকুলেটর, ইলেকট্রনিক/হাতঘড়ি, মোবাইল ফোন এবং তথ্য আদান-প্রদানে
ব্যবহারযোগ্য অন্য কোনো ধরনের ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ । এই দফার নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট
পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণে বারিত করা হবে ।
(খ) পরীক্ষার্থীগণকে প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশাবলি মনোযোগ সহকারে পড়া ও যথাযথভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া যাচ্ছে।
(গ) প্রবেশপত্রের ছবির সঙ্গে হাজিরা তালিকার ছবির মিল না থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ
করতে দেওয়া হবে না ।
(ঘ) সকাল ০৯:০০ ঘটিকার পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না এবং পরীক্ষা শুরুর
০১ (এক) ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থীই পরীক্ষা হল/কক্ষ ত্যাগ করতে পারবেন না ।
(ঙ) পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার সময়সূচি বাতিল কিংবা পরিবর্তন করা হতে পারে। সেক্ষেত্রে পরিবর্তিত সূচি
কিংবা নির্দেশনা বাংলাদেশ সুপ্রীম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ।